প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ছাড় দিচ্ছে শাওমি। অ্যামাজন এবং ফ্লিপকার্ট ছাড়াও শাওমির নিজস্ব ওয়েবসাইট Mi.com-এও ফোনের দামে অফার পাওয়া যাবে। ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই ছাড়। ফ্লিপকার্ট ভিআইপি, অ্যামাজন প্রাইম এবং এমআই ভিআইপি ক্লাব মেম্বাররা এই ডিল শুরু হওয়ার খানিকটা আগে থেকে সুবিধা পাবেন। রেডমি নোট ৯ সিরিজ, রেডমি ৯ প্রাইম এবং রেডমি ৯আই এই তিনটি ফোনের ক্ষেত্রে দাম কমবে। এছাড়াও রেডমি স্মার্টব্যান্ড, এমআই স্মার্টব্যান্ড ৪ এবং এমআই ওয়াচ রিভলভ-এর ক্ষেত্রেই থাকবে ডিসকাউন্ট। রিপাবলিক ডে সেল উপলক্ষ্যে রেডমি ইয়ারবাড, এমআই স্মার্ট ওয়াটার পিউরিফায়ার, এমআই টিভি স্টিক ও আরও অনেক কিছুতে থাকবে অফার।
কোন ফোনের কত দাম?
রেডমি ৯আই- এই ফোনের ৪ জিবি, ৬৪ জিবি ভ্যারিয়েশনের দাম ৭৯৯৯ টাকা। বর্তমানে এই ফোনের দাম ৮২৯৯ টাকা।
রেডমি ৯ প্রাইম- ৪ জিবি, ৬৪ জিবি স্টোরেজের ফোনের দাম ৯৪৯৯ টাকা। আগের তুলনায় ৫০০ টাকা কমেছে ফোনের দাম।
রেডমি নোট ৯- এই ফোনের দাম ১৩, ৯৯৯ টাকা (৬ জিবি, ১২৮ জিবি স্টোরেজ)। এই ফোনে রয়েছে এক হাজার টাকা ছাড়।
রেডমি নোট ৯ প্রো- ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজের এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। এর দাম ছিল ১৫,৯৯৯ টাকা। ২ হাজার টাকা ছাড় রয়েছে এই ফোনে।
রেডমি নোট ৯ প্রো ম্যাক্স- ৬ জিবি, ৬৪ জিবি স্টোরেজের মডেলের দাম ১৮,৪৯৯ টাকার পরিবর্তে হয়েছে ১৭,৪৯৯ টাকা।
*এই সবকটি ফোনের ক্ষেত্রেই এক্সচেঞ্জ অফারের সুবিধা রয়েছে। ২ হাজার টাকা ডিসকাউন্ট অফার পাবেন ক্রেতারা।