পিভি সিন্ধু

পিভি সিন্ধু

ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম ভরসা PV Sindhu। আন্তর্জাতিক মঞ্চে নানা পদক জিতেছেন। অ্যাথলিটদের শ্রেষ্টত্ব বিচার হয় Olympic দিয়েই। এখনও অবধি অলিম্পিকে জোড়া পদক জিতেছেন পুশারেলা ভেঙ্কট সিন্ধু। ২০১৬ সালে রিও অলিম্পিকে রূপোর পদক। রিওতে তাঁর সোনার পদকের মাঝে ছিলেন বিশ্বের এক নম্বর ক্যারোলিনা মারিন। টোকিও অলিম্পিকে সিন্ধুর ঝুলিতে ব্রোঞ্জ পদক। এ ছাড়া ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনা, দুটো করে রুপো ও ব্রোঞ্জ পদক রয়েছে। কমনওয়েলথ গেমসে দুটো করে সোনা এবং রুপো, একটি ব্রোঞ্জ। এশিয় স্তরেও নানা পদক। ধারাবাহিক সাফল্যের জেরে তাঁর ব্র্যান্ড ভ্যালুও দুর্দান্ত। ২০১৩ সালে অর্জুন, ২০১৫ সালে পদ্মশ্রী, ২০১৬ সালে খেল রত্ন এবং ২০২০ সালে পদ্মভূষণে সম্মানিত হন সিন্ধু। তাঁর কেরিয়ারে একটাই আক্ষেপ। অলিম্পিকে সোনার পদক। প্যারিসে সেই লক্ষ্যই থাকবে ভারতীয় ব্যাডমিন্টনের উজ্জ্বল মুখ পিভি সিন্ধু।

Read More