কৃষকদের ১৮ হাজার টাকা, মহিলাদের সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ: শাহ

সৌরভ পাল |

Apr 09, 2021 | 4:35 PM

প্রত্যেক চাষীকে বার্ষিক ১০,০০০ টাকা ভাতার বন্দোবস্তের ব্যবস্থা করবে বিজেপি সরকার, বক্তব্য অমিতের। বাংলায় ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে অন্তত একজনকে চাকরি হবে, জানালেন শাহ।

Follow Us

সাংবাদিক বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেশের জিডিপিতে (GDP) বাংলার প্রতিদান ৩০% থেকে নেমে দাঁড়িয়েছে ৩.৩%-এ, খোলসা করলেন শাহ।

খ্যাতনামা অর্থনীতিবিদদের নিয়ে ‘সোনার বাংলা পর্ষদ’ গঠনের ভাবনা শাহের। গ্রামীণ বাংলার উন্নতিকল্পে ৫ বছরে ৩০,০০০ কোটি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিলেন অমিত।

বেকারত্ব ইস্যুতে আলোকপাত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেক চাষীকে বার্ষিক ১৮,০০০ টাকা ভাতার বন্দোবস্তের ব্যবস্থা করবে বিজেপি (Bengal BJP) সরকার, বক্তব্য অমিতের। বাংলায় ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে অন্তত একজনকে চাকরি হবে, জানালেন শাহ।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=vc0HDMc4foA[/embedyt]

সাংবাদিক বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেশের জিডিপিতে (GDP) বাংলার প্রতিদান ৩০% থেকে নেমে দাঁড়িয়েছে ৩.৩%-এ, খোলসা করলেন শাহ।

খ্যাতনামা অর্থনীতিবিদদের নিয়ে ‘সোনার বাংলা পর্ষদ’ গঠনের ভাবনা শাহের। গ্রামীণ বাংলার উন্নতিকল্পে ৫ বছরে ৩০,০০০ কোটি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিলেন অমিত।

বেকারত্ব ইস্যুতে আলোকপাত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেক চাষীকে বার্ষিক ১৮,০০০ টাকা ভাতার বন্দোবস্তের ব্যবস্থা করবে বিজেপি (Bengal BJP) সরকার, বক্তব্য অমিতের। বাংলায় ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারে অন্তত একজনকে চাকরি হবে, জানালেন শাহ।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=vc0HDMc4foA[/embedyt]

Next Video