Benefits Of Drinking Water: এই গরমে সুস্থ থাকতে চাইলে রোজ ৮ গ্লাস জল ‘MUST’

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 07, 2023 | 5:10 PM

জল খেলে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকও ভাল থাকে। ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে। ত্বক ভাল রাখতে পিএইচ ভারসাম্য ঠিক রাখা একান্ত প্রয়োজন

শরীরকে সুস্থ ও সতেজ রাখতে জলের বিকল্প নেই। তাই বিশেষজ্ঞরা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরামর্শ দেন । অনেকেই এই বিষয়টা খুব একটা গুরুত্ব দেন না। জল খেলে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকও ভাল থাকে। ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে। ত্বক ভাল রাখতে পিএইচ ভারসাম্য ঠিক রাখা একান্ত প্রয়োজন। কারণ ত্বকে পিএইচ মাত্রার তারতম্য ঘটলেই নানরকম সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত পরিমাণ জল খেলেই ত্বকে পিএইচের মাত্রা বজায় থাকে। বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত পরিমাণে জল খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। দিনে অনন্ত ৮ গ্লাস জল খাওয়ার পরামর্শ দেন তাঁরা। ঠান্ডা জল দিয়ে মুখ ও হাত, পা ধোওয়া উচিত। আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতিকারক টক্সিন থাকে যা ত্বকের ক্ষতি করে। জল এই ক্ষতিকারক টক্সিনকে বাইরে বের করে দিতে সাহায্য় করে। বয়স বাড়লে ত্বকে বলিরেখা দেখা দিতে শুরু করে। বলিরেখা থেকে মুক্তি পেতে সময় থাকতেই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া শুরু করুন। অনেকসময় ত্বক রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। ত্বকের জেল্লা ফেরাতে তাই বেশি করে জল খান। জলের গুণে শেষ নেই জল রক্ত সঞ্চালন ঠিক রাখে ও শরীরে দুর্বলতা দূর হয়। এছাড়াও জল হজমে সাহায্য করে।

Published on: Apr 07, 2023 05:10 PM