Konnagar News: নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী, নাসার পুরস্কার গৌতমকে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 11, 2023 | 5:31 PM

নাসায় কর্মরত বাঙালী বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় এ বছর নাসা জেট প্রপলশান ল্যাবরেটরি ২০২৩ এর পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড - এ সম্মানিত হয়েছেন।যা ভারতের কাছে গর্বের।গর্বিত তার পরিবারও।হুগলির কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় ছোট বয়স থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন।

নাসায় কর্মরত বাঙালী বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় এ বছর নাসা জেট প্রপলশান ল্যাবরেটরি ২০২৩ এর পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড – এ সম্মানিত হয়েছেন।যা ভারতের কাছে গর্বের।গর্বিত তার পরিবারও।হুগলির কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় ছোট বয়স থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করে শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তোর করেন।

তার পরে সেখান থেকে আমেরিকায় পারি দেন গবেষণা করতে। শেষ ১২ বছর ধরে তিনি নাসা তে কর্মতর। বিজ্ঞানীর সাফল্যে খুশি তার পরিবার পরিজন থেকে এলাকার মানুষ সকলে। নবগ্রামের ৮ নম্বর শ্যামাপ্রসাদ রোডের বাড়িতে চারবোন ও দুই ভাই মিলে ছোটোবেলা কেটেছে বিজ্ঞানীর।খেলাধুলাতেও ভালো ছিলেন তিনি।নাসা প্রতিবছর মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন বিজ্ঞানীদের বিশেষ ভাবে সম্মানিত করে থাকে। সেই মত এই বছর নতুন প্রজন্মের তরুণ তরুণীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই বিশেষ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছেন।

দাদার প্রসঙ্গে তার পিসতুতো ভাই কৌশিক বলেন, শেষ দুই দিন আগেই তার কথা হয়েছে দাদার সঙ্গে।গৌতম বাবু তাকে জানিয়েছেন ডিসেম্বরে তিনি বাড়ি ফিরবেন। প্রতিদিন সময় পেলেই বাড়িতে ফোন করে খোঁজ নেন বাড়ির সবাই কেমন আছেন।বাড়ি এলে পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা দেন।এত বড় জায়গায় রয়েছে কিন্তু খুবই সাধারন থাকে।প্রধানমন্ত্রী একটি মিশন লঞ্চ করতে চলেছেন সেই টিমে সদস্য হবে দাদা।।