Jhargram Elephant News: চাষের জমিতে অসুস্থ হাতি
ঝাড়গ্রামের নয়াগ্ৰামের রাঞ্জিয়াম এলাকায় চাষের জমিতে পড়ে রয়েছে অসুস্থ হাতি। তিন চার দিন অসুস্থ থাকার পর অবশেষে হাতির চিকিৎসা শুরু করল বন দফতর ও গ্রামবাসীরা।জানা গিয়েছে রাঞ্জিয়াম এলাকার বাসিন্দারা গ্রামের চাষের জমিতে একটি হাতিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঝাড়গ্রামের নয়াগ্ৰামের রাঞ্জিয়াম এলাকায় চাষের জমিতে পড়ে রয়েছে অসুস্থ হাতি। তিন চার দিন অসুস্থ থাকার পর অবশেষে হাতির চিকিৎসা শুরু করল বন দফতর ও গ্রামবাসীরা।জানা গিয়েছে রাঞ্জিয়াম এলাকার বাসিন্দারা গ্রামের চাষের জমিতে একটি হাতিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশাপাশি দেখা যায় এলাকায় আরও একটি হাতি ঘোরাঘুরি করছে।তখন বন দফতরে খবর দিলে হুলা পার্টির সদস্যরা পাশের হাতিটিকে তাড়িয়ে দেয়।
তারপর গ্রামবাসীদের সহযোগিতায় চিকিৎসক ডেকে প্রাথমিক ভাবে হাতিটির চিকিৎসা শুরু করেছে বন দফতর। হাতিটির উপর জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করছে বন দফতর।বন দফতর সুত্রে জানা গিয়েছে, অসুস্থ হাতিটি মহিলা হাতি। অসুস্থতার খবর পেয়ে চিকিৎসা শুরু হয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ হাতিটি তিন চার দিন ধরে অসুস্থ অবস্থায় ছিল কিন্তু বন দফতর হাতির চিকিৎসায় কোন পদক্ষেপ নেয়নি।শেষে আজ জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা হচ্ছে মাত্র। তিন চার দিন অসুস্থ থাকার পরেও বনদপ্তর কেন চিকিৎসা শুরু করেনি সে নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।