Rajasthan Rebirth: সন্তান কোলে ফিরল সাপ হয়ে?

Rajasthan Rebirth: সন্তান কোলে ফিরল সাপ হয়ে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 11, 2023 | 1:21 PM

রাজস্থানের কোটার এক বয়স্কা মহিলার ছেলে ১৮ বছর আগে জলে ডুবে মারা যায়। সেই মহিলার দাবি তাঁর সন্তানের পুনর্জন্ম হয়েছে। তাঁর কাছে তাঁর ছেলে ফিরে এসেছে, সাপ রূপে। বিষধর কেউটে সেই সাপ।

রাজস্থানের কোটার এক বয়স্কা মহিলার ছেলে ১৮ বছর আগে জলে ডুবে মারা যায়। সেই মহিলার দাবি তাঁর সন্তানের পুনর্জন্ম হয়েছে। তাঁর কাছে তাঁর ছেলে ফিরে এসেছে, সাপ রূপে। বিষধর কেউটে সেই সাপ। সাপটিকে কোলে তুলে আদর করতে থাকেন ওই মহিলা। এমনকি তাকে তাঁর গলায় জড়িয়ে নেন। অবলা জীবটি কিন্তু কামড়ায়নি ওই মহিলাকে। রাজস্থানের কোটা জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে।

মহিলার নাম বাদাই বাই। তাঁর ঘরে সাপ ঢুকেছে দেখে গ্রামবাসীরা লাঠি, কাটারি নিয়ে সাপটিকে মারতে এলে ওই বৃদ্ধা ছুটে আসেন। সাপটিকে আড়াল করে কোলে তুলে নেন। তখন তিনি বলেন এই কথা। সাপটির গায়ে একটি সাদা দাগও দিয়ে দেন ওই মহিলা। রাজস্থানের ওই অঞ্চলের সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন সাপটি কোবরা গোত্রের। বিশেষজ্ঞদের মতে সাপটি কারও পোষা তাই মহিলাকে আক্রমণ করেনি।