West Bengal News: রেল ইঞ্জিনের ধাক্কা, মৃত প্রৌঢ়়া, আহত নাতি
Hooghly Accident: হুগলি স্টেশনে রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত প্রৌঢ়া,আশঙ্কাজনক আহত তার নাতি। লাইন পেরোনোর সময় ইঞ্জিন আসছে খেয়াল করেননি প্রৌঢ়া। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ার, কোলের নাতি ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
হুগলি স্টেশনে রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত প্রৌঢ়া,আশঙ্কাজনক আহত তার নাতি। হুগলি আদর্শনগর রেল কোয়ার্টারে বাড়ি সন্ধা রাজভরের(৪৪)। তার দুই বছরের নাতি যশ সিং কে কোলে নিয়ে হুগলি স্টেশনের রেল লাইন পারাপার হচ্ছিলেন প্রৌঢ়া। সাড়ে এগারোটা নাগাদ একটি রেল ইঞ্জিন সেই সময় হুগলি স্টেশনের দু’নম্বর লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল।
লাইন পেরোনোর সময় ইঞ্জিন আসছে খেয়াল করেননি প্রৌঢ়া। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ার, কোলের নাতি ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। তাকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। প্রৌঢ়ার প্রতিবেশীরা জানিয়েছেন, গোষ্ঠীর ঋণ শোধ করতে ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছিলেন প্রৌঢ়া। সাতাশ হাজার টাকা ছিল তার ব্যাগে। সেই টাকার ব্যাগ পাওয়া যায়নি। নাতি আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হবে।