Durgapur News: হেরোইন সহ গ্রেফতার ১

Durgapur News: হেরোইন সহ গ্রেফতার ১

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 18, 2023 | 7:50 PM

পশ্চিম বর্ধমানের অন্ডালে ১৯ নম্বর জাতীয় সড়কে যোগীবাবা মন্দির এর কাছে মাদকসহ গ্রেফতার এক ব্যক্তি। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল ও খনি অঞ্চলে মাদক পাচার অব্যাহত। তবে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ। পাচারের আগে গ্রেফতার এক মাদক পাচারকারী।

পশ্চিম বর্ধমানের অন্ডালে ১৯ নম্বর জাতীয় সড়কে যোগীবাবা মন্দির এর কাছে মাদকসহ গ্রেফতার এক ব্যক্তি। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল ও খনি অঞ্চলে মাদক পাচার অব্যাহত। তবে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ। পাচারের আগে গ্রেফতার এক মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অন্ডাল থানার পুলিশ পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কে যোগীবাবা মন্দিরের কাছে ফাঁদ পেতে মুর্শিদাবাদে লালগোলা এলাকার বাসিন্দা ফরমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৬ গ্রাম হেরোইন শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যেতে পারে, সেই কারণে আদালতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।