Uttarpradesh News: ১০ বছরেই মাধ্যমিক পাশ করে নজির গড়ল এই খুদে বালক!

Uttarpradesh News: ১০ বছরেই মাধ্যমিক পাশ করে নজির গড়ল এই খুদে বালক!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 02, 2023 | 8:26 PM

১০ বছরেই নজির গড়ে ফেলল খুদে ছেলেটি। বয়সে অনেক বড় পডু়য়াদের সঙ্গেই দশম শ্রেণির পরীক্ষায় পাস করল সে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের এই বালক।

মাত্র ১০ বছরেই ক্লাস টেনের পরীক্ষায় পাশ। তাও আবার ফার্স্ট ডিভিশন।দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের জনৈক বালক। উত্তরপ্রদেশের ইতিহাসে কনিষ্ঠতমএই কীর্তি গড়েছে আয়ান গোয়েল। মঙ্গলবার প্রকাশ পেয়েছে উত্তরপ্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফল । এই বিস্ময় বালক লকডাউনের সময়েই বাড়িতে বসে নিজের ক্লাসের পাঠ্যপুস্তক মুখস্থ করে ফেলে। আয়ানের এই প্রতিভা দেখে তার অভিভাবকরা ঠিক করেন,তাঁকে উঁচু ক্লাসে নতুন করে ভর্তি করা হবে। যেমন ভাবনা,তেমন কাজ। বয়সে বড় সহপাঠীদের সঙ্গে তালে তাল মিলিয়ে শুরু হয় অয়নের প্রস্তুতি। কিন্তু বাধ সাধছিল নিয়ম। ১৪ বছর না হলে যে দশম শ্রেণীর পরীক্ষায় বসা যাবে না। অবশেষে অনুমতি জোগাড় করেন স্কুলের প্রিন্সিপাল।আয়ানের বাবা জানান,পরীক্ষার পর তিনি বুঝেছিলেন,৭৫% উপরেই নম্বর পাবে তাঁর ছেলে। ফলপ্রকাশের পর দেখা যায়, ৭৬.৬৭% নম্বর পেয়ে দশম শ্রেণির পরীক্ষায় পাস করেছে আয়ান।ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা আয়ান অঙ্কে পেয়েছে ৮২, বিজ্ঞানে ৮৩, ও কম্পিউটারে ৭০।

Published on: May 02, 2023 12:53 PM