Aamir Khan: আমির খানও ভয় পান এনাকে

Aamir Khan: আমির খানও ভয় পান এনাকে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 04, 2023 | 5:08 PM

আমির খানের পুত্র জুনায়েদ খানের বলিউডে অভিষেক হচ্ছে 'প্রীতম পেয়ারে' ছবিতে। আমির খান ও রিনা দত্তের সন্তান জুনায়েদ খান। আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। আমির পুত্র জুনায়েদ চাননি বাবার পরিচয়ে জীবন কাটাতে। বিলাস, বৈভব, ঐশ্বর্যের পরিবর্তে ছোট জিনিসে আনন্দ খোঁজেন জুনায়েদ।

আমির খানের পুত্র জুনায়েদ খানের বলিউডে অভিষেক হচ্ছে ‘প্রীতম পেয়ারে’ ছবিতে। আমির খান ও রিনা দত্তের সন্তান জুনায়েদ খান। আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। আমির পুত্র জুনায়েদ চাননি বাবার পরিচয়ে জীবন কাটাতে। বিলাস, বৈভব, ঐশ্বর্যের পরিবর্তে ছোট জিনিসে আনন্দ খোঁজেন জুনায়েদ। নিজেকে বলিউডের চাকচিক্য থেকে আড়াল করে রাখতে ভালবাসেন জুনায়েদ।

বাবা আমিরের পরিচয় সম্বল করে বড় হতে চাননি এই স্টার কিড। ট্রেন, বাস, অটোয় সফর করতেই স্বচ্ছন্দ জুনায়েদ। নিজের কাজ ও থিয়েটর নিয়ে ব্যস্ত থাকেন তিনি। ছেলেকে নিয়ে গর্বিত হলেও বাবা আমিরের ভয় ছেলেকে নিয়ে। কোনও বিষয়ে আমিরের ভুল হলেও তাঁকে ছেড়ে কথা বলেন না জুনায়েদ। আমির বলছেন ‘ও বেশ রাগী’। ছেলে তাঁর স্বতন্ত্র পরিচয়ে বড় হচ্ছে এটাই আমিরের গর্ব। জুনায়েদের বোন ইরাও রিনা ও আমিরের সন্তান। ‘প্রীতম পেয়ারে’র জন্য নিজের ওজন অনেকটাই কমিয়েছে জুনায়েদ।