Dengue In USA: ম্যালেরিয়ার পর এবার মার্কিনে ডেঙ্গি!
দীর্ঘ ২০ বছর পর আমেরিকা আক্রান্ত ম্যালেরিয়ায়। শেষ ২ মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হবার ৫ টি নজির পাওয়া গেছে। সাম্প্রতিকতম আক্রান্ত টেক্সাসের বাসিন্দা। মার্কিন সিডিসি জানিয়েছে এই ৫জন বিদেশযাত্রা করেননি। তাই স্থানীয় অ্যানোফিলিস মশা থেকেই ম্যলেরিয়া ছড়িয়েছে বলে মনে হচ্ছে। ওই রোগীদের চিকিৎসার পর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এর আগে ২০০৩এ ফ্লোরিডায় ৮ জন ম্যালেরিয়া আক্রান্ত হন। […]
দীর্ঘ ২০ বছর পর আমেরিকা আক্রান্ত ম্যালেরিয়ায়। শেষ ২ মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হবার ৫ টি নজির পাওয়া গেছে। সাম্প্রতিকতম আক্রান্ত টেক্সাসের বাসিন্দা। মার্কিন সিডিসি জানিয়েছে এই ৫জন বিদেশযাত্রা করেননি। তাই স্থানীয় অ্যানোফিলিস মশা থেকেই ম্যলেরিয়া ছড়িয়েছে বলে মনে হচ্ছে। ওই রোগীদের চিকিৎসার পর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এর আগে ২০০৩এ ফ্লোরিডায় ৮ জন ম্যালেরিয়া আক্রান্ত হন। ২০ বছর পর আবার মার্কিন স্বাস্থ্য দফতরের কপালে তাই বড় ভাঁজ। মার্কিন মুলুকের বিভিন্ন অঞ্চলে অ্যানোফিলিসের উপস্থিতি ধরা পড়েছে। নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসন। এবার শুরু হয়েছে ডেঙ্গি। চিন্তিত প্রসিডেন্ট জো বাইডেন। মশার লার্ভা নষ্ট করতে ড্রোনে ছড়ানো হচ্ছে রাসায়নিক। কথাও ছড়ানো হচ্ছে লার্ভা ধ্বংসকারী ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বাড়ছে। আর এই পরিবেশই ডেঙ্গু ম্যালেরিয়া বাড়াচ্ছে। উষ্ণায়ন, আর্দ্রতা বৃদ্ধি মশার বংশ বিস্তারের অনুকূল হচ্ছে। ৩ মাইল উড়তে পারে অ্যানোফিলিস মশা। তারা ২১ ফুট উচ্চতাতেও অনায়াসে উঠে আসে। এডিস এজিপ্টাই রাতের চেয়ে দিনে বেশি কামড়ায়। মানুষজন দিনে বেশি বাইরে বেরোয়। তার ফলে ডেঙ্গি বাড়ার সম্ভাবনা বাড়ছে মার্কিন মুলুকে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই দিকে নজর রাখছে বাইডেন প্রশাসন।