Paschim Medinipur Sand News: বালি খাদান বন্ধের দাবিতে বিক্ষোভ
মেশিন দিয়ে নদী থেকে বালি তোলার ফলে নদী হারাচ্ছে গতিপথ, নদীগর্ভে তলিয়ে যাচ্ছে কৃষি জমি। প্রতিনিয়ত বালি গাড়ি দৌরাত্বে প্রাণ হারিয়েছে অনেকেই, দুর্ঘটনায় অঙ্গহনী হয়েছে গ্রাম বাসীর, এমনই একাধিক অভিযোগ এলাকার মানুষজনের।
মেশিন দিয়ে নদী থেকে বালি তোলার ফলে নদী হারাচ্ছে গতিপথ, নদীগর্ভে তলিয়ে যাচ্ছে কৃষি জমি।প্রতিনিয়ত বালি গাড়ি দৌরাত্বে প্রাণ হারিয়েছে অনেকেই, দুর্ঘটনায় অঙ্গহনী হয়েছে গ্রাম বাসীর, এমনই একাধিক অভিযোগ এলাকার মানুষজনের। এবার তাই বালি খাদান বন্ধের দাবিতে সোচ্চার হল গ্রামের মানুষজন, গ্রামবাসী একত্রিত হয়ে আপাতত বন্ধ করে দিল বালি তোলা।
তাদের দাবি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, দ্রুত বেআইনিভাবে বালি তোলা বন্ধ হোক,বালি খাদান অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হোক। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রামদাসপুর এলাকায়। জানা যায় দাসপুরে রামদাসপুর এলাকায় কাঁসাই নদীতে প্রায় তিন বছর আগে, একটি ঠিকাদারি সংস্থা বরাত নেয় নদী থেকে বালি তোলার জন্য, আর সেই বালি নাকি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য পাঠানো হচ্ছে বেশির ভাগ ।
এলাকাবাসীদের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে নদী থেকে বালি তোলার ফলে, নদী হারাচ্ছে গতিপথ নদীর দুই পাড় প্রতিনিয়ত ধসে যাচ্ছে, কৃষিজমি চলে যাচ্ছে নদীর গর্ভে, প্রকৃতি ভারসাম হারাচ্ছে , জনবহুল এলাকার নদী থেকে প্রতিনিয়ত বালি তোলার ফলে ঘটছে একাধিক পথ দূর্ঘটনা একাধিক দুর্ঘটনা। তাই দ্রুত প্রশাসন এই বালি খাদান বন্ধ করে অন্যত্রে সরিয়ে নিয়ে যা। এই নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে। যদিও বিক্ষোভের ফলে আপাতত বন্ধ বালি তোলা। যদিও বালিতোলা নিয়ে বালিখাদানের কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বললেও, দাসপুর ১ নম্বর ব্লকের বিএলআরও কৌশিক সামন্ত বলেন বিষয়টি আমরা শুনেছি ওই খানে একটি বৈধ খাদান রয়েছে রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য বালি তোলা হচ্ছে।বাকি গ্রামবাসীদের অভিযোগ তদন্তের পরেই জানা যাবে। তবে যাই হোক মেসিন দিয়ে নদি থেকে বালি তোলার ফলে নদী হারাচ্ছে গতিপথ ক্ষোভে ফঁসছে গ্রামের মানুষ।