FIFA World Cup: ১৪ গোল ব্রাজিলের, ফের সেরা ইতালি
কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) আগে এক ঝলকে জেনে নিন ১৯৩৮ সালের বিশ্বকাপের কিছু তথ্য।
কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) আগে এক ঝলকে জেনে নিন ১৯৩৮ সালের বিশ্বকাপের কিছু তথ্য। বিশ্বকাপের ইতিহাসে ইতালি প্রথম দেশ, যারা টানা দুটি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হয়েছে। দু’বছর বিশ্বকাপে নিষ্প্রভ থাকার পর, ব্রাজিল ৬-৫ ব্যবধানে পোল্য়ান্ডকে হারায়। এই ম্য়াচে ব্রাজিলের লিওনিদাস হ্য়াটট্রিকসহ ৪ গোল করেন। ঠিক তেমনই উইলিমোস্কিও হ্য়াটট্রিকসহ ৪ গোল করেন।
প্রথম দুটি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ব্রাজিল মোট ১৪টি গোল করে। তবে তাদের ছাপিয়ে যায় হাঙ্গেরি। টুর্নামেন্টের সর্বাধিক ৪ ম্য়াচে ১৫ গোল করে রানার্স হয়। অন্যদিকে ইতালি পরপর ৪ টি ম্য়াচ জেতে। শেষ অবধি আবারও ১৯৩৮ সালে বিশ্বকাপ ঘরে তুলে নেয় ইতালি। সে বার রানার্স হয়েছিল হাঙ্গেরি। তৃতীয় এবং চতুর্থ স্থানে সে বারের বিশ্বকাপ শেষ করেছিল যথাক্রমে ব্রাজিল ও সুইডেন। ১৯৩৮ সালের বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন লিওনিদাস দ্য় সিলভা (ব্রাজিল) -৭ গোল। তৃতীয় বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হন লিওনিদাস দ্য় সিলভা (ব্রাজিল)।