FIFA World Cup: প্রথম রাউন্ডেই বিদায় আর্জেন্টিনা, ব্রাজিলের
কাতারে ২০ নভেম্বর শুরু হবে এ বারের বিশ্বকাপ (Qatar World Cup 2022)। তার আগে জেনে নিন দ্বিতীয় বিশ্বকাপ সম্পর্কে কিছু তথ্য।
কাতারে ২০ নভেম্বর শুরু হবে এ বারের বিশ্বকাপ (Qatar World Cup 2022)। তার আগে জেনে নিন দ্বিতীয় বিশ্বকাপ সম্পর্কে কিছু তথ্য। ১৯৩৪ সালে বিশ্বকাপের আয়োজক ছিল ইতালি। প্রথম ম্য়াচেই যুক্তরাষ্ট্রকে ৭-১ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করে ইতালি। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। স্পেন ৩-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। ব্রাজিলের মতো প্রথম বিশ্বকাপের রানার্স আর্জেন্টিনাও প্রথম রাউন্ডেই সে বারের বিশ্বকাপ থেকে ছিটকে যায়।
১৯৩৪ সালে ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল। রানার্স হয়েছিল চেকোস্লোভাকিয়া। সেই বিশ্বকাপে সর্বাবিধ গোল করেছিলেন অলর্ড্রিচ নেজেদলি (চেকোস্লোভাকিয়া)। দ্বিতীয় বিশ্বকাপে ইতালি, চেকোস্লোভাকিয়া, জার্মানি,অস্ট্রিয়া ঢুকেই প্রথম থেকে চতুর্থ স্থান অধিকার করে ফেলে। মোট ১৬টি দলকে নিয়ে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টটি হয়েছিল। অর্থাৎ একটি ম্য়াচে হারলেই বিদায়। তাই একটি ম্য়াচে হেরেই ব্রাজিল,আর্জেন্টিনা, হল্য়ন্ড, ফ্রান্সের মতো দেশকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল।