FIFA World Cup: আর্জেন্টিনা উজ্জ্বল, কিন্তু এ কোন ব্রাজিল!
দেখতে দেখতে আরও একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে ফুটবল বিশ্ব। এ বার কাতারে হবে বিশ্বকাপ (Qatar World Cup 2022)। প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল উরুগুয়ে।
দেখতে দেখতে আরও একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে ফুটবল বিশ্ব। এ বার কাতারে হবে বিশ্বকাপ (Qatar World Cup 2022)। প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল উরুগুয়ে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল উরুগুয়েই। সে বারের বিশ্বকাপে মোট ১৩টি দেশ অংশ নিয়েছিল। প্রথম ম্য়াচটি খেলা হয়েছিল ১৩ই জুলাই। সেই ম্যাচটি ছিল ফ্রান্স ও মেক্সিকোর মধ্য়ে। ৫ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল যুগোস্লাভিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সে বার সেমিফাইনালে জায়গা করে নেয় যুগোস্লাভিয়া, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং আমেরিকা।
১৯৩০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে আমেরিকা ও যুগোস্লাভিয়াকে ৬-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে ফাইনালে ওঠে। ফাইনালের বিরতিতে উরুগুয়ে ১-২ গোলে পিছিয়ে থাকলেও, শেষপর্যন্ত ৪-২ গোলে প্রথম বিশ্বকাপ জয়ের শিরোপা তারাই পায়। ১৯৩০ সালের বিশ্বকাপে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। প্রথম বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টিনার গিলারমো স্ট্য়াবিল (৮ গোল)। সেই বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছে আর্জেন্টিনা (৫ম্য়াচে ১৮ গোল)। প্রথম বারের বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন নাসাজি (উরুগুয়ে)।