FIFA World Cup: পুসকাসের বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি
১৯৫৪-র বিশ্বকাপকে উন্মাদনার তুঙ্গে পৌঁছে দিয়েছিল হাঙ্গেরি। পুসকাসের নেতৃত্বে প্রথম ম্য়াচেই ৯-০ ব্যাবধানে জিতে অভিযান শুরু করে হাঙ্গেরি।
কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হওয়ার আগে এক ঝলকে জেনে নিন ১৯৫৪ সালের বিশ্বকাপের কিছু তথ্য। সে বার বিশ্বকাপ আয়োজন করেছিল সুইৎজারল্য়ান্ড। ১৯৫৪-র বিশ্বকাপকে উন্মাদনার তুঙ্গে পৌঁছে দিয়েছিল হাঙ্গেরি। পুসকাসের নেতৃত্বে প্রথম ম্য়াচেই ৯-০ ব্যাবধানে জিতে অভিযান শুরু করে হাঙ্গেরি। খেলা শুরুর ৮ মিনিটে জিবর ও পুসকাসের গোলে হাঙ্গেরি ২-০ এগিয়েও যায় ইতালির বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত ইতালিই ৩-২গোলে জিতে যায়। প্রথম বারের জন্য় বিশ্বকাপ জিতে নেয় জার্মানি। সেই বছর গোলের বন্যা বয়ে গিয়েছিল। মাত্র ২৬ ম্য়াচে ১৪০টি গোল হয়। শেষ অবধি সে বার বিশ্বকাপ নিয়ে যায় পশ্চিম জার্মানি।
হাঙ্গেরির হয়ে মোট ৮৪ গোল করেছেন পুসকাস। তাঁকে বলা হত গ্য়ালপিং মেজর। বিশ্বকাপের সর্বকালের সেরাদের মধ্য়ে প্রথম পাঁচে স্থান তাঁর। ১৯৫৪ সালেক বিশ্বকাপ না জিততে পারলেও, হাঙ্গেরির ৫৪-র পারফরম্য়ান্সের জন্য় আজও তাদের কুর্নিশ করা হয়। তবে শেষ বাজিমাত করে জার্মানিই। ৫৪-বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হয়েছিলেন স্য়ান্ডর ককসিস (হাঙ্গেরি)- ১১ গোল।