FIFA World Cup: ইউসেবিও বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 12, 2022 | 5:41 PM

২০ নভেম্বর থেকেই কাতারে শুরু হয়ে যাবে ফুটবলের বিশ্বযুদ্ধ। সেই আবহেই টিভি৯ বাংলা তুলে ধরছে বিশ্বকাপের ইতিহাস।

১৯৬৬ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। উরুগুয়ে ও ইতালির মতো এই বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। আগের দুটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল, ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। হাঙ্গেরি ও পর্তুগালের কাছে হেরে যায় তারা।

এই বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ফাইনালে হ্য়াটট্রিক করেন জিওফ হার্স্ট। বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্য়াচে এটাই এখনও পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক। এক্ষেত্রে হার্স্টের শটটি বারে লেগে নীচে নেমে আসে, কিন্তু বলটা গোললাইন অতিক্রম করেনি। তবে রেফারি গোলের সিদ্ধান্তই নেন। আর এই শটটিকে ঘিরেই যাবতীয় বিতর্ক।

ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হলেও এই বিশ্বকাপে নজর কেড়েছিল পর্তুগাল। সোভিয়েত রাশিয়াকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে তারা। পর্তুগ্রিজ তারকা ইউসেবিও পারফরম্য়ান্সে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। ৯টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি।

Published on: Nov 12, 2022 05:39 PM