Cyber Crime: ফোনের ওপ্রান্তে গলা আপনার খুব চেনা, কিন্তু কথা বলছে অন্য মানুষ-নতুন প্রতারণা
এ আই ভয়েস ক্লোনে আপনি কি প্রতারিত হয়েছেন? ৬টি দেশের ২৫% এই প্রশ্নে হ্যাঁ বলেন । ভারতে এই হার ৪৭% । ওই সমীক্ষা জানাচ্ছে ৬৯% ভারতীয় আসল কণ্ঠস্বর ও এআই কণ্ঠস্বরের তফাৎ করতে পারে না।
সাতটি দেশে একটি সমীক্ষা চলে। সেই সমীক্ষায় ছিল ভারত ছাড়াও ৬টি দেশ। সমীক্ষার জানতে চাওয়া হয় – এ আই ভয়েস ক্লোনে আপনি কি প্রতারিত হয়েছেন বা আপনার চেনাশোনা কেউ কি প্রতারিত হয়েছেন? বাকি ৬টি দেশের ২৫% এই প্রশ্নে জানান হ্যাঁ তারা এ আই ভয়েস ক্লোনে প্রতারিত বা তাঁদের চেনাশোনারা প্রতারিত হয়েছেন। ভারতের ক্ষেত্রে এই হার ৪৭% । ওই সমীক্ষা জানাচ্ছে ৬৯% ভারতীয় আসল কণ্ঠস্বর ও এআই কণ্ঠস্বরের তফাৎ করতে পারে না।
৭টি দেশের সমীক্ষায় দেখা যায়। অন্য ৬টি দেশের ২৫% প্রতারিত। ভারতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতারিত ৪৭%। ৬৯% ভারতীয় আসল কণ্ঠস্বর ও এ আই ভয়েস ক্লোনের পার্থক্য করতে পারেন না।
এআই কণ্ঠস্বরে আপনার কাছে প্রতারকের ফোন এলে কী করবেন?
Latest Videos