Airfare Price Hike: ‘আকাশ ছুঁল’ বিমানের টিকিট
মধ্য প্রাচ্য থেকে এশিয়ার বিভিন্ন দেশে,ভারতে বেড়েছে বিমানের টিকিটের দাম অনেকটাই। এই বছরে ভারতে বিমানের টিকিটের খরচ বেড়েছে ৪১%। সংযুক্ত আরব আমিরশাহি বিমানের টিকিটের খরচ বেড়েছে ৩০%। অস্ট্রেলিয়ায় বিমানের টিকিটের খরচ বেড়েছে ২৩ %। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সব জায়গায় বিমানের ভাড়া বাড়েনি। কিছু রুটে বেড়েছে বিমানের ভাড়া
বিমানের টিকিটের দাম অনেকটাই বেড়েছে। আগে বিমানের টিকিটের জন্য খরচ হত ৫ থেকে ৬ হাজার টাকা। এখন সেই টিকিটের দাম ১০,০০০ টাকা হয়ে গেছে। মধ্য প্রাচ্য থেকে এশিয়ার বিভিন্ন দেশে,ভারতে বেড়েছে বিমানের টিকিটের দাম অনেকটাই। এই বছরে ভারতে বিমানের টিকিটের খরচ বেড়েছে ৪১%। সংযুক্ত আরব আমিরশাহি বিমানের টিকিটের খরচ বেড়েছে ৩০%। অস্ট্রেলিয়ায় বিমানের টিকিটের খরচ বেড়েছে ২৩ %। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সব জায়গায় বিমানের ভাড়া বাড়েনি। কিছু রুটে বেড়েছে বিমানের ভাড়া। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৬০% পর্যন্ত কমানো হয়েছে বিমানের টিকিটের দাম। বিভিন্ন কারণে বিমানের টিকিটের খরচ বৃদ্ধি পায়। কোন উৎসব থাকলে বা টিকিটের চাহিদা বেশি থাকলে, বিমানের টিকিটের দাম বাড়ে। বিমানের টিকিটের চাহিদা বেশি থাকে অক্টোবর থেকে জানুয়ারি মাসে। মে থেকে জুন মাসেও চাহিদা বেশি থাকে বিমানের টিকিটের। এই সময় টিকিটের দামও বেশি হয়। করোনাকালের পর, বৃদ্ধি পেয়েছে বিমানের জ্বালানির খরচ। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জন্যও দাম বেড়েছে বিমানের টিকিটের।