Akshay Kumar Gossips: আবার বছর ২০ পর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 04, 2023 | 3:01 PM

২০ বছর পর আবার অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। নয়ের দশকে একের পর এক হিট ছিল এই জুটির। মোহরা, ম্যায় খিলাড়ি তু আনাড়ি অক্ষয় রবিনার হিট ছবি।

২০ বছর পর আবার অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। নয়ের দশকে একের পর এক হিট ছিল এই জুটির। মোহরা, ম্যায় খিলাড়ি তু আনাড়ি অক্ষয় রবিনার হিট ছবি। টিপ টিপ বরসা পানি বা তু চিজ বড়ই হ্যায় মস্তের মতো গান আজও দর্শকের মনে আছে। এক সময়ে অক্ষয় রবিনার মধ্যে ছিল সম্পর্ক।

পরবর্তীকালে ভেঙে যায় সেই সম্পর্ক। ডিম্পল কন্যা টুইঙ্কেল খান্নার সঙ্গে বিয়ে হয় অক্ষয়ের। এই হিট জুটিকে শেষ ‘পুলিশ ফোর্স অ্যান ইনসাইড স্টোরি’তে দেখা যায় ২০০৪এ। অক্ষয় কুমার জানিয়েছেন রবিনার সঙ্গে আগামী ছবির কথা। ছবিটির শুট শুরু হবে। অক্ষয় জানান তিনি রবিনার সঙ্গে শুট করতে মুখিয়ে। সম্প্রতি বক্স অফিসে খুব একটা সাফল্য নেই অক্ষয়ের। প্রাক্তন প্রেমিকার হাত ধরে কি সাফল্যের মুখ দেখতে পারবেন অক্ষয় কুমার?