Alcohol Sale: বার না বাড়ি! কোনটা বেশি পছন্দ সুরাপ্রেমীদের?

Alcohol Sale: বার না বাড়ি! কোনটা বেশি পছন্দ সুরাপ্রেমীদের?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 23, 2023 | 3:38 PM

মহামারী চলে গেলেও বেশিভাগ ভারতীয়রা বাড়িতেই মদ্যপান করেন। বার ও পাবগুলি খুলে গেলেও সেখানে মানুষ বেশি ভিড় করছেন না। IWSRএর তথ্য অনুযায়ী, ভারতে গত অর্থ বছরে মদের দোকান থেকে অ্যালকোহল বিক্রির পরিমাণ ৮২.৫%।

মহামারী চলে গেলেও বেশিভাগ ভারতীয়রা বাড়িতেই মদ্যপান করেন। বার ও পাবগুলি খুলে গেলেও সেখানে মানুষ বেশি ভিড় করছেন না। IWSRএর তথ্য অনুযায়ী, ভারতে গত অর্থবছরে মদের দোকান থেকে অ্যালকোহল বিক্রির পরিমাণ ৮২.৫%। ২০২১ সালে অ্যালকোহল বিক্রির পরিমাণ ছিল ৯০.১%। ২০১৯ সালে অ্যালকোহল বিক্রির পরিমাণ ছিল ৭২.৫%। সুরাপ্রেমীরা তাঁদের পছন্দের পানীয় পান করেন। সারা দেশে দোকান থেকে মদের বিক্রি অনেকটাই বেশি। কিন্তু ভারতে দোকান থেকে মদের বিক্রি খুব বেশি না। কারণ মদের লাইসেন্স সব জায়গাতে পাওয়া যায় না। তবে দোকান থেকে মদের বিক্রির বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাড়িতে ভাল করে মদ্যপান করা যায়। বাড়িতে অতিথিদের সঙ্গেও মদ্যপান করার চল আছে। ২০১৯ সালে রেস্তোরাঁ ও বার থেকে মদ বিক্রির পরিমাণ ছিল ২৭.৫%। দোকান থেকে বিয়ার বিক্রির হার ২৫%।বাড়িতে মদ্যপান করার সংখ্যা অনেকটাই বেশি।