Hyundai Exter SUV: দেশের সবথেকে কম দামি SUV
Hyundai: Exterয়ে পাবেন ইলেক্ট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোলের সুবিধা। এই গাড়িতে সিটবেল্ট রিমাইন্ডার,রিয়ার পার্কিং সেন্সর,Burglar অ্যালার্ম সহ একাধিক বৈশিষ্ট্য আছে।
ভারতে লঞ্চ হল Hyundai Exter SUV। এই গাড়ির দাম ৫.৯৯ লাখ।Exter গাড়িটি দেশের সব থেকে কম দামি SUV। Hyundai Exter SUV এই গাড়ি ১১,০০০ টাকা দিয়ে বুক করতে পারবেন। এই গাড়িটির টপ ভ্যারিয়েন্টের দাম ৯,৩১,৯৯০ টাকা। এছাড়া সিএনজি ভ্যারিয়েন্টও পাওয়া যাবে।এই গাড়িতে আছে ২৪৫০ মিমি হুইলবেস। হুইলবেসের উচ্চতা ১৬৩১ মিমি। গাড়িটির স্পোর্টি লুক দেওয়া হয়েছে। Exter গাড়িতে আছে কাপ্পা পেট্রোল ইঞ্জিন ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। Hyundai Exterয়ে ভয়েস কমান্ডের মত ফিচার আছে। এই জন্য লাগবে না ইন্টারনেট কানেকশন। ‘সানরুফ খোলো’ ভয়েস কমান্ড কাজ করবে। ক্রুজ নিয়ন্ত্রণের সুবিধা পাবেন এই গাড়িতে । Hyundai Exterয়ে পাবেন ডুয়াল ক্যামেরা ড্যাশক্যাম। Exterয়ে পাবেন ইলেক্ট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোলের সুবিধা। এই গাড়িতে সিটবেল্ট রিমাইন্ডার,রিয়ার পার্কিং সেন্সর,Burglar অ্যালার্ম সহ একাধিক বৈশিষ্ট্য আছে।