Alipore Zoo News: আলিপুর চিড়িয়াখানায় অভিনব উদ্যোগ দৃষ্টিহীনদের জন্য

Nandan Paul |

Dec 11, 2023 | 9:53 PM

Blind people special story: আলিপুর চিড়িয়াখানার নতুন উদ্যোগ। এবার থেকে দৃষ্টিহীনরাও 'দেখতে পাবেন' চিড়িয়াখানায়। কীভাবে সম্ভব হবে এই উদ্যোগ?

ওদের জীবনে আলোর লেশমাত্র নেই। ওরাই এল চিড়িয়াখানায়। লুই ব্রেইল স্কুলের ৫০ জন ছাত্রছাত্রী ঘুরে দেখল আলিপুর চিড়িয়াখানা। শব্দ দিয়েই ওরা অনুভব করল পশুপাখিদের। ওদের এনেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

চিড়িয়াখানায় প্রথম এল ওরা। যতই বলি মনের চোখ দিয়ে দেখে ওরা। বাঘের গর্জন না হলে বোঝার উপায় কী ? ব্রেইলে লেখা না থাকলে বুঝতে অসুবিধে হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চিড়িয়াখানার অধিকর্তার কাছে ওনারা আর্জি জানালেন ব্রেইল বোর্ডের। লুই ব্রেইল স্কুলের ৫০ জনের বেশি ছাত্রছাত্রীর পাশে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত নিজেই জানাচ্ছেন খাঁচার সামনে বসবে ব্রেইলে এনিম্যাল বোর্ড। যাতে দৃষ্টিহীনদের পশুপাখিদের প্রাথমিক পরিচয় বুঝতে অসুবিধে না হয়।

প্রসঙ্গত কলকাতার ভারতীয় জাদুঘরের পেইন্টিং বিভাগে রয়েছে এরকম ব্রেইল বোর্ড।