Manoj Tigga News: দায়িত্বে টিজ্ঞা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 07, 2023 | 4:07 PM

সরলেন ভূষন, দায়িত্বে বিধায়ক মনোজ টিজ্ঞা। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর গেরুয়া শিবিরে রদবদল। মনোজ দায়িত্ব পাওয়ায় খুশি দলের কর্মীরা। এদিন বিধায়ক ন্মনোজ টিজ্ঞা বলেন, সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সেই লক্ষ‍্যে আমরা এগিয়ে যাবো।

সরলেন ভূষন, দায়িত্বে বিধায়ক মনোজ টিজ্ঞা। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর গেরুয়া শিবিরে রদবদল। মনোজ দায়িত্ব পাওয়ায় খুশি দলের কর্মীরা। এদিন বিধায়ক ন্মনোজ টিজ্ঞা বলেন, সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সেই লক্ষ‍্যে আমরা এগিয়ে যাবো। সোমবার বীরপাড়াতে এই প্রতিক্রিয়া দিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলার নব সভাপতি এবং মাদারিহাটের বিধায়ক মনোজ টিঞ্জা। এদিন মনোজ টিঞ্জা জানান আলিপুরদুয়ার জেলায় আমাদের সংগঠন মজবুত আছে আরো কিভাবে মজবুত করা যায় এবং ২০২৪ কে লক্ষ‍্য করে আমরা এগিয়ে যাবো। ভুষন মোদক ক্ষমতায় থাকার সময় দুটি নির্বাচন হয়েছে। দুটতেই বিজেপি তেমন ভালো ফল করতে পারেনি। তাই গেরুয়া শিবির এই রদবদলে এগিয়েছে। পঞ্চায়েতে ভুষন মোদক নিজে প্রার্থী হয়ে হেরে গেছেন। এছাড়া পুরভোটে তেমন ভাবে প্রত্যাশা পূরন করতে পারেনি গেরুয়া শিবির। তাই এই রদবদল মনে করছে রাজনৈতিক মহল।