Biochemical Weapons: ‘রাসায়নিক অস্ত্র নেই আমেরিকায়’

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 16, 2023 | 4:24 PM

আমেরিকা ধ্বংস করছে রাসায়নিক অস্ত্র। এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি। জানানো হয়েছে, রাসায়নিক অস্ত্র আর নেই নর্থ কেন্টাকি অস্ত্রভাণ্ডারে। নিষ্ক্রিয় করা হয়েছে এই অস্ত্রভাণ্ডারে প্রায় ৩০ হাজার টনের অস্ত্র। বাইডেন সতর্ক করেছে চিনকে। তাঁর দাবি, বেজিংকে অনেকটাই নির্ভর করতে হয় আমেরিকার ওপরে।

Follow Us

আমেরিকা ধ্বংস করছে রাসায়নিক অস্ত্র। এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি। জানানো হয়েছে, রাসায়নিক অস্ত্র আর নেই নর্থ কেন্টাকি অস্ত্রভাণ্ডারে। নিষ্ক্রিয় করা হয়েছে এই অস্ত্রভাণ্ডারে প্রায় ৩০ হাজার টনের অস্ত্র। বাইডেন সতর্ক করেছে চিনকে। তাঁর দাবি, বেজিংকে অনেকটাই নির্ভর করতে হয় আমেরিকার ওপরে। তিনি জানান, এটা তাঁর পর্যবেক্ষণ,হুমকি নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এই বৈঠক হয় গত মার্চে। বৈঠকে তাঁরা পশ্চিমী দেশের বিরুদ্ধে আক্রমণ করেন। এবার তাঁরা ভার্চুয়াল বৈঠক করেন। বাইডেন বার্তা দেন চিনের উদ্দেশে। জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রায় ৬০০টি মার্কিন সংস্থা সরে আসে রাশিয়া থেকে। তাই সতর্ক থাকার কথা বলা হয়।

আমেরিকা ধ্বংস করছে রাসায়নিক অস্ত্র। এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি। জানানো হয়েছে, রাসায়নিক অস্ত্র আর নেই নর্থ কেন্টাকি অস্ত্রভাণ্ডারে। নিষ্ক্রিয় করা হয়েছে এই অস্ত্রভাণ্ডারে প্রায় ৩০ হাজার টনের অস্ত্র। বাইডেন সতর্ক করেছে চিনকে। তাঁর দাবি, বেজিংকে অনেকটাই নির্ভর করতে হয় আমেরিকার ওপরে। তিনি জানান, এটা তাঁর পর্যবেক্ষণ,হুমকি নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এই বৈঠক হয় গত মার্চে। বৈঠকে তাঁরা পশ্চিমী দেশের বিরুদ্ধে আক্রমণ করেন। এবার তাঁরা ভার্চুয়াল বৈঠক করেন। বাইডেন বার্তা দেন চিনের উদ্দেশে। জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রায় ৬০০টি মার্কিন সংস্থা সরে আসে রাশিয়া থেকে। তাই সতর্ক থাকার কথা বলা হয়।

Next Video