Hwasong 18 Missile: কিমের ‘ব্রহ্মাস্ত্র’,ভয়ে আমেরিকা!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 18, 2023 | 7:52 PM

উত্তর কোরিয়া গোপনে তৈরি করেছে নতুন ‘ব্রহ্মাস্ত্র’। হোয়াসাং-১৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। গোপন বাঙ্কার থেকে কিম এই বিষয়টি পরিচালনা করেছেন। উত্তর কোরিয়া হুমকি দিয়েছে আমেরিকাকে। আমেরিকা আগ্রাসী নীতি বদল না করে, উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করবে তাদের ওপর

উত্তর কোরিয়া সব সময় শত্রুপক্ষকে ভয়ে রাখে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কখন যে কী করবেন, তা নিয়ে চিন্তায় মার্কিন গোয়েন্দারা। উত্তর কোরিয়া গোপনে তৈরি করেছে নতুন ‘ব্রহ্মাস্ত্র’। হোয়াসাং-১৮ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। গোপন বাঙ্কার থেকে কিম এই বিষয়টি পরিচালনা করেছেন। উত্তর কোরিয়া হুমকি দিয়েছে আমেরিকাকে। আমেরিকা আগ্রাসী নীতি বদল না করে, উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করবে তাদের ওপর। হোয়াসাং-১৮ ক্ষেপণাস্ত্রটি আণবিক অস্ত্র বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি কিমের কাছে ‘ব্রহ্মাস্ত্র’। হোয়াসাং-১৮ ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে আছড়ে পড়ে প্রায় ১ হাজার কিমি যাত্রার পর। এই ক্ষেপণাস্ত্র ৬ হাজার কিমি উচ্চতায় ওঠে ৭৪ মিনিটের উড়ান যাত্রায়। হোয়াসাং-১৮ ক্ষেপনাস্ত্রের বিশেষত্ব হল কঠিন জ্বালানি। অন্যান্য মিসাইলে তরল জ্বালানি ভরার জন্য বেশ কিছুটা সময় লাগে। কিন্তু এই ক্ষেপনাস্ত্রে কঠিন জ্বালানি থাকায় খুব দ্রুত হামলা চালাতে সক্ষম। হোয়াসাং-১৮ ক্ষেপনাস্ত্র অনেক উঁচু থেকে হামলার জন্য সহজে রাডারের নজরে আসে না বলে দাবি।