Anubrata Mondal News: জেলে জিজ্ঞাসাবাদ, সহযোগিতা করলেন ‘না’ অনুব্রত

Aug 31, 2022 | 10:53 AM

আসানসোল জেলে অনুব্রতকে প্রশ্ন। সহযোগিতা করছেন না বীরভূমের বাহুবলী নেতা!

বোলপুর: আসানোসোল জেলে আজ অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট তাঁকে জেরা করে সিবিআইয়ের বিশেষ দল। সিবিআইয়ের কয়েকজন আধিকারিক পৌঁছান বিশেষ আদালতেও। মনে করা হচ্ছে, যেহেতু ১ তারিখ সায়গল হোসেনকে আদালতে পেশ করা হবে, সেই কারণেই কোনও নথি জমা দিতেই আজ তাঁরা আদালতে গিয়েছিলেন। যদিও সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল।

আজ জেরা করার সময় প্রথমে কেন্দ্রীয় গোয়েন্দারা সায়গল হোসেনকে প্রায় ১৫-২০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন। তার থেকে পাওয়া তথ্য অনুব্রতর দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতেই আজ কেষ্টকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের আইনজীবী কারাগার থেকে বেরিয়ে আসতেই তাঁকে প্রশ্ন করা হয়, ‘অনুব্রত মণ্ডল কি তদন্তে সহযোগিতা করছেন?’ উত্তরে তিনি বলেন ‘না’। সিবিআই সূত্রে খবর, এর আগে নিজাম প্যালেসে থাকাকালীনও তদন্তে সহযোগিতা করেননি কেষ্ট। তবে সায়গল ও অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা থাকলেও আজ তা হয়নি। এর পর কী পদক্ষেপ নিতে পারে সিবিআই, সে দিকেই নজর রয়েছে বিশেষজ্ঞ মহলের।

Published on: Aug 30, 2022 07:33 PM