Bhumi Pednekar: তখন তাঁর বয়স ১৪, ভূমি সম্মুখীন হন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার

Bhumi Pednekar: তখন তাঁর বয়স ১৪, ভূমি সম্মুখীন হন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 04, 2024 | 11:02 PM

মাত্র ১৪ বছর বয়সেই যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল ভূমি পেদনেকরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ভূমির কথায়, "পরিবারের সবার সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছি। ভিড়ের মধ্যে আমার নিতম্বে কেউ হাত দেয়, চিমটি কাটে, বার বার ছুঁতে থাকে আমাকে। ঘটনার আকস্মিকতায় ভাষা হারিয়েছিলাম। ওই ঘটনা যেন দুঃস্বপ্নের মতো।"

রণবীরের ‘বনবাস’

চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হবে নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’-এর শুটিং। রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। এই ছবির জন্য আগেই মদ-মাংস ছেড়েছিলেন তিনি। এবার যাচ্ছেন লন্ডন। মোট ১২০ দিনের শুটিংয়ে বেশ কিছু শিডিউল শুট হবে বিদেশে।

আয়ুষ্মানের বার্তা

বিশ্ব ক্যানসার দিবসে স্ত্রী তাহিরা কাশ্যপকে নিয়ে গর্বিত আয়ুষ্মান খুরানা। তাহিরার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আগেই, দীর্ঘ লড়াইয়ের পর মিলেছে মুক্তি। সেই কঠিন লড়াইকে কুর্ণিশ জানিয়ে আয়ুষ্মান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘ চা আর সিঙারা খাওয়ার জন্য মেয়েটিকে আমি টেনে নিয়ে গিয়েছিলাম। তোমার প্রতি আমার আন্তরিক ভালবাসা।’

রণবীরের ফোনই তোলেননি
রণবীর কাপুরের কেরিয়ারে এখনও পর্যন্ত সর্বাধিক আয় করা ছবি অ্যানিম্যাল, যা ৯০০ কোটির দরজায় পৌঁছে যায়। তবে জানেন কি? এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গার সঙ্গে বহুদিন আগেই যোগাযোগ করতে চেয়েছিলেন রণবীর? তবে পরিচালক উত্তর দেননি। সে প্রশ্ন উঠলে দক্ষিণী পরিচালক জানান, তিনি কারও মেসেজের উত্তর দেননি, অনিল কাপুরেরও নয়।

চিমটি কেটে যৌন নির্যাতন!

মাত্র ১৪ বছর বয়সেই যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল ভূমি পেদনেকরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ভূমির কথায়, “পরিবারের সবার সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছি। ভিড়ের মধ্যে আমার নিতম্বে কেউ হাত দেয়, চিমটি কাটে, বার বার ছুঁতে থাকে আমাকে। ঘটনার আকস্মিকতায় ভাষা হারিয়েছিলাম। ওই ঘটনা যেন দুঃস্বপ্নের মতো।”

 

হনিমুনে ইরা খান
৩ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমিরা খান কন্যা ইরা খানও নুপুর শিখরে। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই দিয়েছিলেন হানিমুনে পাড়ি। ডেস্টিনেশন ছিল ইন্দোনেশিয়া। সেই ট্রিপ থেকেই ইরা একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে স্বামীর উদ্দেশে লিখলেন, তেমন ছিল তোমার হানিমুন?

হচ্ছে কি বিবাহ-বিচ্ছেদ?

বিগবসের ঘরে অঙ্কিতা লোখন্ড স্বামী ভিকি জৈনকে জানিয়ে দিয়েছিলেন আর পারছেন না তিনি। এবার বিবাহবিচ্ছেদ চান। সত্যিই কি হচ্ছে ডিভোর্স? ভিকির উত্তর, “আমাদের সম্পর্ক খুবই সুন্দর, আমরা জানি, সম্পর্কের ক্ষেত্রে পরস্পরকে জায়গা দিতে হয়। আমরা ভাল আছি। ভালবাসায় আছি।”

 

কোথায় গেলেন অপরাজিতা?
বরাবরই ঈশ্বরে বিশ্বাসী অপরাজিতা আঢ্য। ভক্তিভরে পুজো করে থাকেন তিনি। রবিবার সকাল সকাল এবার মাকালীর দর্শন করে এলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন- গতকাল নৈহাটিতে বড়মার কাছে আর আজকে লেক কালী বাড়ির মায়ের কাছে আদর খেতে এসেছি। জয় মা।

সুখবর দিলেন মোহর-দুর্নিবার
রবিবার সকাল সকাল সুখবর শোনালেন দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা তথা মোহর সেন। পুত্র সন্তান এল দম্পতির কোলে। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করে দুর্নিবার লিখলেন, আমরা এখন তিন। জুটিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছে নেটপাড়া।

 

শহরে নেই নীল-তৃণা

বিয়ের তিন বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। তবে শহরে নয় তৃতীয় বিবাহবার্ষিকী তাঁরা পালন করছেন রায়চকে। দম্পতির সমাজমাধ্যমের পাতায় তার ইঙ্গিত মিলেছে। বিবাহবার্ষিকীর দিন দু’জনে নতুন রিল ভিডিয়ো পোস্ট করতেও দেখা গিয়েছে তাঁদের।