Ghatal News: ফের প্রতিবাদী আক্রান্ত

Ghatal News: ফের প্রতিবাদী আক্রান্ত

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 16, 2023 | 4:41 PM

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঘাটাল কলেজ মোড় এলাকার ঘটনা । জানাযায় ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কুশপাতা এলাকার বাসিন্দা, সুশান্ত ঘোড়ই ও তার স্ত্রী সঙ্গীতা ঘোড়ই মঙ্গলবার রাতে ঘাটাল কলেজ মোড় এলাকায় একটি খাবারের দোকানে গিয়েছিল খাবার কিনতে।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঘাটাল কলেজ মোড় এলাকার ঘটনা । জানাযায় ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কুশপাতা এলাকার বাসিন্দা, সুশান্ত ঘোড়ই ও তার স্ত্রী সঙ্গীতা ঘোড়ই মঙ্গলবার রাতে ঘাটাল কলেজ মোড় এলাকায় একটি খাবারের দোকানে গিয়েছিল খাবার কিনতে। স্ত্রীকে দোকানের দোকানের বাইরে দাঁড় করিয়ে দোকানের ভেতরে খাবার নিতে প্রবেশ করে মহিলার স্বামী। ঠিক সেই সময় দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাকে কুপ্রস্তাব দেয় এক মদ্যপ যুবক। এর প্রতিবাদ করায় মহিলা সহ মহিলার স্বামীকে মারধর করে ওই মদ্যপ যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ, পুলিশ এসে ওই মদ্যপ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় আহত হয় মহিলা ও তার স্বামী। দ্রুত স্থানীয় মানুষজন চিকিৎসার জন্য দুই জনকল নিয়ে যায় ঘাটাল মহকুমা হাসপাতালে। মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দিলেও মহিলার স্বামী সুশান্ত ঘোড়ই ঘাটাল হাসপাতালের চিকিৎসাধীন। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য।

Published on: Aug 16, 2023 04:23 PM