Basirhat News: বাংলাদেশে পাচারের চেষ্টা, খাঁচাবন্দি পায়রা আটক বিএসএফের হাতে, বাজার মূল্য লক্ষাধিক টাকা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 11, 2023 | 11:50 PM

দুটি খাঁচায় বন্দি তেরোটি বিরল প্রজাতির পায়রা নিয়ে ফাঁকা মাঠ দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তার কাছে যেতেই পায়রাগুলি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। তেরোটি পায়রা উদ্ধার হয়েছে। যার বাজার মুল্য লক্ষাদিক টাকা। বিএসএফের অনুমান এগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারী

বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর গ্রামের ঘটনা। দুটি খাঁচায় বন্দি তেরোটি বিরল প্রজাতির পায়রা নিয়ে ফাঁকা মাঠ দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তার কাছে যেতেই পায়রাগুলি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। তেরোটি পায়রা উদ্ধার হয়েছে। যার বাজার মুল্য লক্ষাদিক টাকা। বিএসএফের অনুমান এগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারী। পাহাড়ি অঞ্চল থেকে এই পায়রা গুলি চোরা পথে সীমান্তে নিয়ে যাচ্ছিল। পাচারের আগেই বিএসএফের হাতে আটক হয় পায়রা গুলি। পায়রাগুলিকে শারীরিক শারীরিক পরীক্ষা করে বসিরহাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বনদপ্তর এগুলিকে সল্টলেকের বনবিতানে নিয়ে গিয়ে সেখানে শারীরিক পরীক্ষা করে আবার জঙ্গলে ছেড়ে দেবে।