Mini USB Fan: রাস্তাঘাটে থাকুন এসির সাথে…

May 12, 2023 | 9:43 AM

USB Fans: গরম দিনের পর দিন বেড়েই চলেছে। এই গরমে ঘরে এসি চালালে একটু স্বস্তি মেলে। কিন্তু বাইরে বেরোলে গরমে কী করবেন তাহলে? কিনে নিতে পারেন একটি মিস্ট ওয়াটার স্প্রে ফ্যান।

গরম দিনের পর দিন বেড়েই চলেছে। এই গরমে ঘরে এসি চালালে একটু স্বস্তি মেলে। কিন্তু বাইরে বেরোলে গরমে কী করবেন তাহলে? কিনে নিতে পারেন একটি মিস্ট ওয়াটার স্প্রে ফ্যান। One94Store সংস্থার একটি দুর্দান্ত রিচার্জেবল ব্যাটারি অপারেটেড Mini USB Fan আছে। এই এসিতে মিস্ট স্প্রে ডেস্ক ফ্যান আছে এবং LED লাইটও আছে। ঠান্ডা হাওয়া পেতে হলে আপনাকে এর মধ্যে জল ও বরফের কিছু টুকরো দিতে হবে। ১৫০০mAh এর একটি লিথিয়াম ব্যাটারি আছে এই ফ্যানে। টাইপ-সি কেবেল দিয়ে এই ডিভাইসটি চার্জ করতে পারবেন। মাত্র ২ ঘণ্টা চার্জ দিলে ৬ ঘণ্টা পর্যন্ত এই মিনি ফ্যানটি চলবে। এই ডিভাইসটি টাচ সেন্সরের মাধ্যমে কাজ করে। এই মিনি ফ্যান নিয়ে আপনি রাস্তায় নিয়ে ঘুরতে পারবেন। এই মিনি এসি অ্যামাজ়ন থেকে কিনতে পারবেন। ই-কমার্স সাইটে এই ডিভাইসটির দাম ৫,৯৯৯ টাকা। তবে Amazon এ আকর্ষণীয় অফারে মাত্র ৯৯৯ টাকায় পবেন। এছাড়াও ICICI Bank-এর ক্রেডিট কার্ডে আরও ১০% অতিরিক্ত ছাড় পাবেন।