Howrah Station News: হাওড়ায় অটোমেটিক ট্রেন ধোয়া

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 10, 2023 | 1:06 PM

স্বয়ংক্রিয় ট্রেন ধোয়ার মেশিন। প্রতিদিন হাওড়ার মতো ব্যস্ত স্টেশন থেকে ছাড়ে অনেক লোকাল ট্রেন। লাখ লাখ যাত্রী যাতায়াত করেন এই ট্রেনে। রোজকার চলাচলে ট্রেনে যে ধুলো ময়লা লাগে তা পরিষ্কার হয় ইয়ার্ডের ওয়াশিং লাইনে। হাওড়া রেল ইয়ার্ডের ওয়াশিং লাইনে পুরব রেলওয়ে বসাল একটি স্বয়ংক্রিয় সিস্টেম।

স্বয়ংক্রিয় ট্রেন ধোয়ার মেশিন। প্রতিদিন হাওড়ার মতো ব্যস্ত স্টেশন থেকে ছাড়ে অনেক লোকাল ট্রেন। লাখ লাখ যাত্রী যাতায়াত করেন এই ট্রেনে। রোজকার চলাচলে ট্রেনে যে ধুলো ময়লা লাগে তা পরিষ্কার হয় ইয়ার্ডের ওয়াশিং লাইনে। হাওড়া রেল ইয়ার্ডের ওয়াশিং লাইনে পুরব রেলওয়ে বসাল একটি স্বয়ংক্রিয় সিস্টেম। এই সিস্টেম মাত্র ৭ থেকে ৮ মিনিটে একটি ১২ বগির ট্রেন ধোয়। ঘূর্ণায়মান রোলার ব্রাশ ব্যবহার করে ট্রেন ধোয়া হচ্ছে। হাওড়া ইএমইউ কারসেডে এই সিস্টেমের নাম অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট ACWP. এই বহুস্তরীয় ব্যবস্থায় ট্রেনের বাইরের দিক পরিষ্কার হয় । সেন্সর চালিত স্বয়ংক্রিয় এই প্ল্যান্ট। আপাতত দিনে ১৩টি রেক পরিষ্কার করে এই সিস্টেম। জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা ACWP এর। ২০% পরিষ্কার জল ও ৮০% রিসাইকেলড জল ব্যবহার করে ACWP কম ডিটারজেন্টে ট্রেন ধুতে পারে এই প্ল্যান্ট। এতে ট্রেনের বাইরের দিকের রঙের ক্ষতি হয় না। শুধু দক্ষতা বা চমকে দেবার মতই নয় জল সংরক্ষণ করে সুন্দর বার্তা দিচ্ছে ACWP।