B61-13 : ৩টে কলকাতাকে গিলে খাবে এই বোমা
২য় বিশ্বযুদ্ধে ১৯৪৫এ হিরোশিমা আর নাগাসাকিতে বোমা ফেলে আমেরিকা। সেই লিটল বয় আর ফ্যাট ম্যান পরমাণু বোমার চেয়ে বহুগুণ শক্তিশালী বোমা তৈরি করল আমেরিকা। ২৪ গুণ শক্তিশালী পরমাণু বোমা বি৬১-১৩। অত্যাধুনিক যুদ্ধবিমানে সওয়ার হয়ে এই পরমাণু বোমা ৩৬০ কিলোটন টিএনটি বিস্ফোরণে সক্ষম।
২য় বিশ্বযুদ্ধে ১৯৪৫এ হিরোশিমা আর নাগাসাকিতে বোমা ফেলে আমেরিকা। সেই লিটল বয় আর ফ্যাট ম্যান পরমাণু বোমার চেয়ে বহুগুণ শক্তিশালী বোমা তৈরি করল আমেরিকা। ২৪ গুণ শক্তিশালী পরমাণু বোমা বি৬১-১৩। অত্যাধুনিক যুদ্ধবিমানে সওয়ার হয়ে এই পরমাণু বোমা ৩৬০ কিলোটন টিএনটি বিস্ফোরণে সক্ষম। এই প্রচুর পরিমাণে বিস্ফোরক রাশিয়ায় পড়লে ৩ লক্ষ মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে।
কলকাতায় পড়লে ১ কোটি মানুষ মারা যেতে পারে। আধ মাইল ব্যাসার্ধের অগ্নিগোলক তৈরি করবে। ২ মাইল দূর পর্যন্ত সমস্ত মানুষ এক মাসের মধ্যে উচ্চ তেজস্ক্রিয়তায় মারা যাবেন। জীবিতদের ১৫% ক্যানসারে ভুগবেন। হিরোশিমার লিটল বয় ১৫ কিলোটন টিএনটি বহন করে। আর এই বি৬১-১৩ তে আছে ৩৬০ কিলোটন টিএনটি। আমেরিকা জানিয়েছে এই বোমা মার্কিন প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে ও সহযোগীদের সুরক্ষা দেবে।