Midnapore News: রাস্তা কার?
West Bengal Bad Road Condition: রাস্তা কার, পৌরসভা না পঞ্চায়েত, নাকি পিডব্লিউডি-এর, এই প্রশ্নের উত্তর কারও জানা নেই, তাই দিনের পর দিন রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে । হয়েছে বহু আন্দোলন বহুবার পথ অবরোধ কিন্তু রাস্তার অবস্থা।
রাস্তা কার, পৌরসভা না পঞ্চায়েত, নাকি পিডব্লিউডি-এর, এই প্রশ্নের উত্তর কারও জানা নেই, তাই দিনের পর দিন রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে। হয়েছে বহু আন্দোলন বহুবার পথ অবরোধ কিন্তু রাস্তার অবস্থা তথৈবচ। মেদিনীপুর শহরের ঠিক পাশেই গোলাপিচক, যা এক কথায় মেদিনীপুর শহরের বাইপাস রাস্তা। প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তার অবস্থা প্রায় দু বছরের বেশি সময় ধরে খারাপ। বেশ কয়েকবার প্রশাসনকে জানানো হয়েছে স্থানীয় মানুষের পক্ষ থেকে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি পরোক্ষে কোনও কোনও সময় পাল্টা চাপ বেড়েছে আন্দোলন থেকে বিরত থাকার জন্য।
প্রায় দশ হাজার মানুষের বাস এখানে, কিন্তু গত দু বছরের বেশি সময় ধরে এই রাস্তার কাজে হাত লাগাইনি প্রশাসন । ছবি দেখলে মনেই হবে না এটা রাস্তা । কোথাওবা এক ফুট কোথাওবা দু ফুট বা তারও বেশি গর্ত গোটা রাস্তা জুড়ে । মেদিনীপুর শহরের পাশেই উদয়পল্লি রেলগেট থেকে, গো হয়ে ইউনিভার্সিটি মেন রোড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের বেশি রাস্তার অবস্থা বেহাল । এদিন সকালেও স্থানীয় মানুষজন পথ অবরোধ করেন রাস্তা সারাই এর দাবিতেই। এই অবরোধ শুধু আজ নয় বিগত বছর ধরে বেশ কয়েকবার হয়েছে । কিন্তু প্রশাসন বারবার আশ্বাস দিয়েও বা প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
রাস্তার এক দিকে রয়েছে মেদনীপুর পৌরসভা এবং আরেকদিকে কনকাবতী গ্রাম পঞ্চায়েত, ফলে রাস্তার কাজে হাত লাগায়নি সেভাবে কেউই । রাস্তাটি দায়িত্ব আদতে কার তা জানা নেই স্থানীয় পঞ্চায়েত সদস্যেরও। স্থানীয় পঞ্চায়েত সদস্য কাঞ্চন ব্যারা জানান আদতে এই রাস্তাটি কার তা জানা নেই তারও । তবে খুব শিগগিরই রাস্তার কাজ হবে বলেই তিনি জানিয়েছেন।
জেলা পরিষদের পূর্তকর্মা দুঃখ নির্মল ঘোষ জানান একসময় ওই রাস্তাটি জেলা পরিষদের আন্ডারে ছিল পরবর্তী ক্ষেত্রে তা pwd দপ্তরের হাতে হস্তান্তর করার কথা কিন্তু তা আজও হয়নি । তবে রাস্তার বেহাল অবস্থা ছাড়াই এর জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের ফান্ড থেকে জেলা পরিষদের তত্ত্বাবধানে ২ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে । খুব শীঘ্রই সরকারি নিয়ম মেনে কাজ শুরু হবে। তবে এই টাকায় পুরো রাস্তার কাজ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সন্ধিহান রয়েছে। তাই স্থায়ীভাবে রাস্তার সমস্যার সমাধানের জন্য তা পিডব্লিউডির হাতেই তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সাধারণ মানুষের বক্তব্য যতক্ষণ না রাস্তার কাজ শুরু হচ্ছে সেই প্রতিশ্রুতিতে তাদের মোহভঙ্গ হবে না । রাস্তার কাজ শুরু হলেই তবেই তারা বুঝবে যে আগামী দিনে রাস্তা সারাই হবে । রাস্তা সারাইয়ের জন্য টাকা বরাদ্দ হলেও কবে শুরু হবে সেই কাজ এ প্রশ্ন সাধারণের