Fraud Police in Serampore: পুলিশের জালে নকল অফিসার

Fraud Police in Serampore: পুলিশের জালে নকল অফিসার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 24, 2023 | 8:29 PM

West Bengal News: মঙ্গলবার রাতে শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে আয়কর অফিসার সেজে হানা দেয় কয়েকজন। দোকান থেকে সোনা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে দোকানদার ভাগবন্ত গেছ ওরফে অজয়কে গাড়িতে তুলে নিয়ে গিয়ে দিল্লি রোডে ছেড়ে দিয়ে চম্পট দেয়।

মঙ্গলবার রাতে শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে আয়কর অফিসার সেজে হানা দেয় কয়েকজন। দোকান থেকে সোনা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে দোকানদার ভাগবন্ত গেছ ওরফে অজয়কে গাড়িতে তুলে নিয়ে গিয়ে দিল্লি রোডে ছেড়ে দিয়ে চম্পট দেয়। ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে নকল আয়কর হানায় ব্যবহৃত গাড়িটি চিহ্নিত হয়। শ্রীরামপুর থানার পুলিশ বুধবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে একটি বোলেরো গাড়ি ও তার চালককে আটক করে। পরে চালককে গ্রেফতার করে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদন্তকারীরা অভিযুক্তদের খোঁজ পায়।

গতকাল রাতে কলকাতার কসবা থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে।অভিযুক্তরা হল সাগর কাপ্তে, প্রশান্ত মুলিক, দাত্তা বাঙেল, চেতন প্রকাশ। পুলিশ সূত্রে জানা গেছে সাগর কাপ্তে কলকাতার বড় বাজার এলাকায় থাকত। পরে কলকাতাতেই বিভিন্ন জায়গায় আস্তানা গাড়ে। আগে সোনা গালাই এর কাজ করত সে। মহারাষ্ট্রের যারা এই কাজে যুক্ত তাদের চেনে।বদ সঙ্গ আর নেশায় আশক্ত হয়ে পরে সাগর।টাকার প্রয়োজনে তার পরিচিত সেই সব লোককেই টার্গেট করতে শুরু করে।

এর আগে একাধিক জায়গায় একই কায়দায় লুট করেছে।মাস খানেক আগে বটতলা থানা এলাকাতেও একই ধরনের অপরাধ সংগঠিত করে পালিয়ে যায়।সাগর জানত সোনা গলানোর কারবারে কিছু অস্বচ্ছতা থাকে।চুরি ডাকাতি হলে পুলিশে অভিযোগ হবে না।সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইত।তবে পুলিশের তৎপরতায় এবার ধরা পরে যায়।আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে।