Suranga Movie News: ‘সুড়ঙ্গ’ ভারতে মুক্তি পেতেই ফাঁস অনলাইন প্ল্যাটফর্মে
পাইরেসির কবলে নিশোর ছবি ‘সুড়ঙ্গ'। ছবিটি এই বাংলায় মুক্তি পেতেই তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তবে কি ভারতের সিনেমা হলেই ঘটেছে এই কাণ্ড? সিনেমার সম্পাদক অন্তর অনশ্য বলছেন, "বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে। ভারতের সিনেমার কপি আর বাংলাদেশের কপির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, যা শুধু আমরাই জানি।"
পাইরেসির শিকার ‘সুড়ঙ্গ’
পাইরেসির কবলে নিশোর ছবি ‘সুড়ঙ্গ’। ছবিটি এই বাংলায় মুক্তি পেতেই তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তবে কি ভারতের সিনেমা হলেই ঘটেছে এই কাণ্ড? সিনেমার সম্পাদক অন্তর অনশ্য বলছেন, “বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে। ভারতের সিনেমার কপি আর বাংলাদেশের কপির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, যা শুধু আমরাই জানি।”
‘ব্যোমকেশ’-এর ট্রেলার লঞ্চ
অবেশেষ সামনে এল দেবের ‘ব্যোমকেশ’-এর ট্রেলার। বৃহস্পতিবার দুপুরে শহরের পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আয়োজিত হয়। প্রাথমিকভাবে দর্শকের মনে ধরেছে দেব-এর ব্যোমকেশের ট্রেলার। গোটা ছবিটি কেমন হয়, এখন সেটাই দেখার।
দেবের পাশেই সৃজিত
টলিপাড়ায় ব্যোমকেশ নিয়ে তরজা সকলেরই জানা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘ব্যোমকেশ’ অনির্বাণ ভট্টাচার্য। অন্য দিকে, বিরসা দাশগুপ্তের ‘ব্যোমকেশ’ দেব। তবে বৃহস্পতিবার সব হিসেব এ দিক-ও দিক করে বাংলা ছবির পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে দেবের ব্যোমকেশের ট্রেলার লঞ্চে দেখা গেল সৃজিতকে। আবেগঘন বিরসা বললেন, “এর পরেও যদি কেউ টলিউডের ঐক্য নিয়ে প্রশ্ন তোলেন, তবে এই ফ্রেমটি ছড়িয়ে দিন।” প্রসঙ্গত, দেবের প্রযোজনায় আগামিদিনে পরিচালনায় থাকবেন সৃজিত।
টিআরপিতে এগিয়ে কে?
টিআরপি চার্ট জানাচ্ছে, এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে সেই ‘অনুরাগের ছোঁয়া’ই। সে পেয়েছে ৮.৯। গতবারের থেকে নম্বর বেড়েছে খানিক। অন্যদিকে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহের ৭.৮ বেড়ে দাঁড়িয়েছে ৮.৪। পিছিয়ে নেই ‘ফুলকি’ও। নম্বর বেড়েছে ওই ধারাবাহিকেরও। পেয়েছে ৮.২। যা গত সপ্তাহে ছিল ৭.৩।
‘ওল্ড ইজ গোল্ড’
কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’। আরও এক বৃহস্পতিবারে টিআরপির তালিকা আসতেই সে কথাই যেন প্রমাণিত হল আবারও। সদ্য শুরু হওয়া ‘কার কাছে কই মনের কথা’য় মা ও ছেলের একটি দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল হলেও ওই ধারাবাহিকের ফল বেশ খারাপ। অন্যদিকে ‘সন্ধ্যাতারা’-সহ নতুন ধারাবাহিকগুলির একটিও নেই প্রথম দশে। এগিয়ে সেই পুরনোরাই।
বাড়িতেই বাজিমাত রুবেলের
আহত হয়ে গৃহবন্দী রুবেল দাস। এই মুহূর্তে বাড়িতেই চলছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিং। বাড়িতে শুটিং, নায়কের দুর্ঘটনা কি টিআরপির উপর প্রভাব ফেলল? চার্ট বলছে, প্রভাব পড়েছে ঠিকই, তবে তা ইতিবাচক। গত সপ্তাহের ৬.৫ বেড়ে দাঁড়িয়েছে ৭.২।
অসুস্থ সুদীপা
শরীর ভাল নেই সুদীপা চট্টোপাধ্যায়ের। এমতাবস্থায় পাশে পেলেন কাকে জানেন? তাঁর চারপেয়ে সন্তানকে। মায়ের শরীর খারাপে তাঁকে আগল রাখল সে। সুদীপা ছবি শেয়ার করে লেখেন, “আমি ভাল না থাকলে ও সব সময় আমার পাশে থাকে।”
একসঙ্গে দর্শনা-সৌরভ
অর্গ্যান ট্রেডিং কিডন্যাপিং বিষয় নিয়ে আসছে শর্মিষ্ঠা দেবের নতুন ছবি ‘মাস্টারমাইন্ড’। মুখ্য ভূমিকায় সৌরভ দাস এবং দর্শনা বণিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শুভ্রজিত দত্ত, রুমকি চট্টোপাধ্যায়, অর্কপ্রভ ভট্টাচার্য-সহ প্রমুখ। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং।
জিতুর উপলব্ধি
সম্প্রতি বিদেশ থেকে শুটিং সেরে ফিরেছেন জিতু কামাল। ফিরেই পাহাড়ের কোলে ছবি পোস্ট করেছেন তিনি। শেয়ার করেছেন দলাই লামার একটি উক্তি। লেখা, “অন্যদের আচরণ নিজের ভিতরের শান্তিকে নষ্ট করতে দিও না।” নেহাতই শেয়ার করা এক উক্তি? নাকি স্ত্রী নবনীতাকে খোঁচা তাঁর? চলছে জল্পনা।