Panchayat Election 2023: মিত্র গ্রামে নকল পঞ্চায়েত
Mitra Sangha: জয়ন্ত ভট্টাচার্য্য , সম্পাদক বলেন যেহেতু পঞ্চায়েত ভোটের সময়ে আমাদের পূজার সূচনা হচ্ছে তাই আমরা এই বার্তা দিতে চাই যে মিত্রতাই আসল সে পুজোই হোক বা নির্বাচন।
কী ভাবছেন কোনও গ্রাম পঞ্চায়েত ? হ্যাঁ কলকাতার গ্রাম পঞ্চায়েত। নাম মিত্র গ্রাম। গরুর গাড়ি। খড়ের ছই । গ্রাম্য উৎসবের বেশে মহিলা পুরুষ। আর গরুর গাড়িতে বসে ছোট্ট এই গ্রামের মেয়ে। সঙ্গে দুর্গা প্রতিমা। হচ্ছেটা কী?৭৫ বছরের পুজোর সূচনায় তাক লাগিয়ে দিচ্ছে বেহালার মিত্র সংঘ। পঞ্চায়েত ভোটের একটা পরিবেশ তৈরি করেছেন। তাঁদের বার্তা পুজোর মত পঞ্চায়েতেও শত্রু নয় সবাই যেন মিত্র হয়েই থাকি। জয়ন্ত ভট্টাচার্য্য , সম্পাদক বলেন যেহেতু পঞ্চায়েত ভোটের সময়ে আমাদের পূজার সূচনা হচ্ছে তাই আমরা এই বার্তা দিতে চাই যে মিত্রতাই আসল সে পুজোই হোক বা নির্বাচন।