Sync Old Phone To New Phone: ১ ক্লিকে নতুন ফোনে পুরনো কন্ট্যাক্ট

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 07, 2023 | 6:56 PM

পুরনো ফোন নম্বর অনেকটা সম্পদের সমার্থক। তাই সেই গুরুত্বপূর্ণ নম্বর গুলো। কীভাবে নতুন ফোনে আনবেন? একটা একটা করে নম্বর সেভ করতে প্রচুর সময় নষ্ট হবে। অথচ এক ক্লিকেই করা যায় এই কাজ। পুরনো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।

নতুন ফোন কিনলে সবার আগে মাথায় আসে তা হল পুরনো ফোনের কন্ট্যাক্ট পাব কী করে? পুরনো ফোন নম্বর অনেকটা সম্পদের সমার্থক। তাই সেই গুরুত্বপূর্ণ নম্বর গুলো। কীভাবে নতুন ফোনে আনবেন? একটা একটা করে নম্বর সেভ করতে প্রচুর সময় নষ্ট হবে। অথচ এক ক্লিকেই করা যায় এই কাজ। পুরনো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। নতুন ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাতে লগ ইন করুন। এরপর সিঙ্ক কন্ট্যাক্ট বা সিঙ্ক অপশন অ্যাকাউন্ট ক্লিক করুন। পাবেন কন্ট্যাক্ট ডিটেইলস। নতুন ফোন ব্যবহারের আগে সেই ফোনে গুগলে লগইন করুন। পুরনো ফোনে যে অ্যাকাউন্টে লগইন করা আছে সেই অ্যাকাউন্টে লগইন করুন। নতুন কন্ট্যাক্ট সেভ করার সময়ে গুগল কন্ট্যাক্টে সেভ করা ভাল। এমন করলে ফোন বদলালেও কন্ট্যাক্ট হারানোর ভয় থাকে না।