Panchayat Election 2023: খোলা পরে ব্যালট খাম!
পোস্টাল ব্যালট পরে রয়েছে মুখ খোলা অবস্থায়।খোলা ব্যালট খাম।তাতে নেই কোন সিল।এমন ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।ঘটনা পূর্বস্থলী 2 নম্বর ব্লক অপিসের।গত কাল সোশ্যাল মিডিয়ায় এমন ছবি ভাইরাল হতেই বিরোধী দল গুলি অভিযোগ করেছে নির্বাচন কমিশন ও বিডিওকে।
পোস্টাল ব্যালট পরে রয়েছে মুখ খোলা অবস্থায়।খোলা ব্যালট খাম।তাতে নেই কোন সিল।এমন ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।ঘটনা পূর্বস্থলী 2 নম্বর ব্লক অপিসের।গত কাল সোশ্যাল মিডিয়ায় এমন ছবি ভাইরাল হতেই বিরোধী দল গুলি অভিযোগ করেছে নির্বাচন কমিশন ও বিডিওকে।ছবি ভাইরাল হতেই তড়িঘড়ি খাম খোলা পোস্টাল ব্যালট সিল করা হয় বলে জানা গেছে। বিডিও বিরোধীদের অভিযোগ পেয়েই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।বিরোধীদের অভিযোগ,বিডিও দেখবেন বলেছেন, তিনি আর কখন দেখবেন।পোস্টাল ব্যালটে কে কাকে ভোট দিয়েছে তা দেখা গেল।যদিও বিডিও এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।