Panchayat Election 2023: ভোটের আগে উদ্ধার বিপুল মদ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 07, 2023 | 7:21 PM

Purulia: বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরের ভাগাবাঁধ পাড়ার একটি ঘর থেকে উদ্ধার হয় প্রায় ২২ শ বোতল দেশী মদ। একটি গুদামে পেটিতে পেটিতে রাখা ছিল এই মদ।

পঞ্চায়েত নির্বাচনে বিতরণের জন্য রাখা বিপুল পরিমাণ মদ উদ্ধার করলো পুলিশ এবং আবগারি দফতর। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরের ভাগাবাঁধ পাড়ার একটি ঘর থেকে উদ্ধার হয় প্রায় ২২ শ বোতল দেশী মদ। একটি গুদামে পেটিতে পেটিতে রাখা ছিল এই মদ। এক একটি পেটিতে ২০টি করে দেশী মদের বোতল ছিল। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এই মদ বিতরণ করে বিজেপি ভোট নেবার চক্রান্ত করেছিল এমন দাবি করে বলেন, “এতে সরাসরি যুক্ত রয়েছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ কুমার মুখোপাধ্যায়। তার গুদামে রাখা ছিল ছিল এই মদ। এই ঘটনার তদন্ত দাবি করে আমরা নির্বাচন কমিশনে যাবো।“ তৃণমূলের এই দাবী অবশ্য সরাসরি অস্বীকার করে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা ফোনে বলেন, যা হয়েছে পুরোটাই শাসক দল এবং পুলিশের চক্রান্ত। পঞ্চায়েত ভোট নিয়ে কথা বলা হলেও এই মদ উদ্ধার হয়েছে পৌর এলাকায়। এভাবে বিজেপিকে বদনাম করার চক্রান্ত হচ্ছে বলে দাবি করেন তিনি। জেলা পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় অবশ্য এনিয়ে কোন দলের নাম করেননি। তিনি বলেন, ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে ধরে তার কাছ থেকে মদের বোতল উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে একটি গোডাউনের হদিস পাওয়া যায়। সেখানে ১১০ পেটি মদ উদ্ধার হয়। এই মদ নির্বাচনের সময় বিতরণ করার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। সেখানে সুদীপ কুমার মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির একটি কাগজ পাওয়া যায়। তবে তিনি বিজেপি বিধায়কই কিনা তা স্পষ্ট করে বলতে চাননি পুলিশ সুপার। এদিন অভিযুক্ত বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।