Panchayat Election 2023: টাকা ঢোকেনি, তাই ভোটে যাবেন না!
Election Worker: শুধুমাত্র রাজ্য পুলিশই ডিসিআরসিতে আছে। বর্ধমান ১ নম্বর ব্লকের ডিসিআরসি হয়েছে বিদ্যাসাগর হাইস্কুলে।অন্যান্য ভোটে তাদের একাউন্টে টাকা আগে থেকেই ঢুকে যায়।
তাদের সাম্মানিক একাউন্টে ঢোকে নি।তাই তারা অনড় ভোট করতে যাবেন না।ভোটকর্মীদের একাংশ এখনো ভোটের সাজসরঞ্জাম এখনো ডিসিআরসি থেকে সংগ্রহ করেন নি। তাদের দাবী আগে তাদের একাউণ্টে টাকা ঢুকবে তবেই তারা ভোটের সাজসরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন।ঘটনা পূর্ব বর্ধমানের ১ নম্বর ব্লকের বিডিও অফিসে।
পাশাপাশি তাদের দাবী নিরাপত্তার বন্দোবস্ত ঠিক মত হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী নেই। শুধুমাত্র রাজ্য পুলিশই ডিসিআরসিতে আছে। বর্ধমান ১ নম্বর ব্লকের ডিসিআরসি হয়েছে বিদ্যাসাগর হাইস্কুলে।অন্যান্য ভোটে তাদের একাউন্টে টাকা আগে থেকেই ঢুকে যায়।