Water Eject From iPhone: আই ফোনের স্পিকারে জল নিমেষে বার করুন এভাবে
আইফোনে রয়েছে একটি ফিচার যাতে বৃষ্টির জল বের করা যায় মুহূর্তেই। আইফোনের স্পিকারে জল ঢুকে গেলে এখন খুব তাড়াতাড়ি তা বার করে ফেলা যায়। সিরির সাহায্যে ওয়াটার ইজেক্ট শর্টকাটে করুন এই কাজ। ওয়েবসাইট থেকে ওয়াটার ইজেক্ট ডাউনলোড করুন। অ্যাড শর্টকাট ট্যাপ করুন
বৃষ্টির মরসুম। বর্ষার জল ফোনে ঢুকে গেলে আমাদের কাজ কারবার মাথায় ওঠে। আইফোনে রয়েছে একটি ফিচার যাতে বৃষ্টির জল বের করা যায় মুহূর্তেই। আইফোনের স্পিকারে জল ঢুকে গেলে এখন খুব তাড়াতাড়ি তা বার করে ফেলা যায়। সিরির সাহায্যে ওয়াটার ইজেক্ট শর্টকাটে করুন এই কাজ। ওয়েবসাইট থেকে ওয়াটার ইজেক্ট ডাউনলোড করুন। অ্যাড শর্টকাট ট্যাপ করুন। সিরিকে বলুন ‘হেই সিরি ওয়াটার ইজেক্ট’। শর্টকাটে ট্যাপ কর্মেও এই কাজ করা যায়। একটা পপ আপ মেন্যু খুলবে। শর্টকাট অ্যাক্টিভেট হবে। শক্তিশালী কম্পন তৈরি হবে। যার ফলে স্পিকার থেকে জল বেরিয়ে আসবে। ১,২,৩ তিনটি মোডে কম্পনের তীব্রতা বাড়ানো কমানো যায়। তাই সহজে জল মুক্ত হবে ফোন। তবে এই কাজটি করবার সময়ে ইয়ারপড বিচ্ছিন্ন রাখাই ভাল।