Salman Khan Meets Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাঠ, দিনভর নজরে সলমন
Salman Khan: ক্যামেরার সামনে আসতেই হাত নাড়লেন, ফ্লাইং কিস ছুড়লেন ভক্তদের উদ্দেশ্যে। রাত কাটান আলিপুরের এক বিলাসবহুল হোটেলে।
কলকাতায় সলমন
শুক্রবার অবশেষে টাইগার ইন টাউন। মধ্যরাতে মুম্বই থেকে উড়ান সফরে শহরে পা রাখলেন সলমন খান। কালো শার্ট আর ব্লু ডেনিমে বেরিয়ে এলেন বিমানবন্দর থেকে। ক্যামেরার সামনে আসতেই হাত নাড়লেন, ফ্লাইং কিস ছুড়লেন ভক্তদের উদ্দেশ্যে। রাত কাটান আলিপুরের এক বিলাসবহুল হোটেলে।
ইস্টবেঙ্গল ক্লাবে সলমন
শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ভাইজান। সেখান থেকেই ইস্টবেঙ্গল মাঠের শোয়ে সলমন খান। শুক্রবার থেকেই কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে মাঠ। এ দিন সকাল থেকেই ভাইজান-অনুরাগীদের ভিড় ইস্টবেঙ্গল ক্লাব চত্বরে।
পরিণীতির বাগদান
শনিবার ১৩ মে, বাগদান সারছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। অনুষ্ঠান রীতিমতো সরগরম। ঘনিষ্ঠমহলের মাঝেই জীবনের নয়া অধ্যায় শুরু করলেন পিগি চপসের বোন। বলিউডের পরীর বিয়ে নিয়ে এ দিন ভক্তদের মাঝে উত্তেজনার পারদ তুঙ্গে।
থাকছেন না নিক
শ্যালিকা পরিণীতি চোপড়ার বিয়ে, কিন্তু থাকছেন না নিক জোনাস? নিশ্চিত না হলেও এখনও পর্যন্ত খবর, নিজের গানের অ্যালবাম মুক্তি নিয়ে ব্যস্ত নিক। তাই বিশেষ দিনে প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারের পাশে নিকের না থাকার সম্ভাবনাই বেশি। যদিও মধ্যে রাতে আসছেন কি না, বলিউড সূত্রে মেলেনি সেই খবর।
পরিণীতির বিয়েতে মুখ্যমন্ত্রী
চার হাত এক হচ্ছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। বলিউডের নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এ দিন উপস্থিত হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দম্পতির বিয়ে ঘিরে গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে ব্যাচেলার তকমা দীর হল পরীর।
বাংলাদেশে ‘পাঠান’ ঝড়
৯ বছর পর বাংলাদেশে মুক্তি পেল বলিউডের ছবি। সলমন খানের ‘ওয়ান্টেড’-এর পর ‘পাঠান’-এর হাত ধরেই বাংলাদেশের বক্স অফিসে রাজত্ব বলিউডে। ছবি মুক্তির আগেই হাউসফুল বোর্ড। ঢাকায় টিকিটের হাহাকার। শাহরুখের ছবি ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।
অসুস্থ নন্দিতা রায়
গত ৩ দিন ধরে গায়ে জ্বর। অসুস্থ পরিচালক নন্দিতা রায়। ভর্তি রয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। থাকতে পারলেন না তাঁর পরিচালিত ছবির প্রিমিয়ারে। যদিও হাসপাতালসূত্রে খবর, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন তিনি। উদ্বেগের কোনও কারণ নেই।
ইলিয়ানার বেবিবাম্প
মা হওয়ার খবর শেয়ার করেছিলেন আগেই। ইলিয়ানা ডিক্রুজের যে সিদ্ধান্তে অনেকেরই কৌতূহলের পারদ ছিল তুঙ্গে। এবার আর প্রতীকি পোস্ট নয়, সোজা বেবিবাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। আরও একবার শুভেচ্ছার বন্যা বইল পোস্ট জুড়ে।
মোদি বায়োপিক
মোদিকে নিয়ে বলিউডে বায়োপিক? কী ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? না, ২৫ বছর পর পরিচালনায় ফিরছেন জনি ডেপ; পর্দায় আনতে চলেছেন ‘মোদি’ বায়োপিক। ইতালির ধ্রুপদী ঘরানার শেষ স্তম্ভ অ্যামেদিও। তাঁকে নিয়েই এবার পর্দায় গল্প বুনবেন অভিনেতা-পরিচালক। অভিনয় করছেন অ্যাল প্যাচিনো।