Kanchan Sreemoyee Marriage: ‘খুব দুঃখিত, আমরা ৬ তারিখে কোনও…’, কেন সরি বললেন শ্রীময়ী?

Kanchan Sreemoyee Marriage: ‘খুব দুঃখিত, আমরা ৬ তারিখে কোনও…’, কেন সরি বললেন শ্রীময়ী?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 25, 2024 | 10:54 PM

আগামী ৬ মার্চ আনুষ্ঠানিক বিয়ে করছেন শ্রীময়ী-কাঞ্চন। সামাজিক বিয়ের ঠিক ১০ দিন আগে এক বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শ্রীময়ী। বিয়েতে সংবাদমাধ্যমের প্রবেশ চাইছেন না তাঁরা। তাঁর বক্তব্য, “কাঞ্চন না বলে দিয়েছে। কারণ, এটা একটা ব্যক্তিগত ইভেন্ট। এই অসুবিধের জন্য ক্ষমাপ্রার্থী।”

হেমার কাছের মানুষ প্রয়াত

নিঃশব্দে চলে গেলেন ‘ড্রিম গার্ল’ ছবির প্রযোজক ইন্দর রাজ বহেল। হেমা মালিনীর দীর্ঘদিনের সেক্রেটারি তথা বলিউড প্রযোজক ইন্দর রাজ বহলের মৃত্যু হয়েছে দু-দিন আগেই। ২৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে দীর্ঘ রোগভোগের পর চলে যান তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রেম ভাঙল সলমনের

পিছনে ফিরে ফিরে বারংবার সলমনের দিকে তাকাচ্ছেন ইউলিয়া ভন্তুর। তবে কাছে যাওয়া তো দূর, তাঁর দিকে ফিরেও তাকাচ্ছেন না সলমন খান। দুবাইয়ে অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটেছে এমন এক ঘটনা। ভাইরাল হয়েছে ভিডিয়োও। যা দেখেই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা, এই প্রেমটাও ভাঙল সলমনের!

প্রয়াত কুমার সাহানি

প্রয়াত হলেন সমান্তরাল হিন্দি ছবির জনপ্রিয় পরিচালক কুমার সাহনি। শনিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি শ্বাসনালীতে সংক্রমণ, হাইপার টেনশন নিয়ে কুমার সাহনিকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ার শেষরক্ষা হয়নি। বয়স হয়েছিল ৮৩ বছর।

কাঞ্চন-শ্রীময়ীর বড় সিদ্ধান্ত

আগামী ৬ মার্চ আনুষ্ঠানিক বিয়ে করছেন শ্রীময়ী-কাঞ্চন। সামাজিক বিয়ের ঠিক ১০ দিন আগে এক বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শ্রীময়ী। বিয়েতে সংবাদমাধ্যমের প্রবেশ চাইছেন না তাঁরা। তাঁর বক্তব্য, “কাঞ্চন না বলে দিয়েছে। কারণ, এটা একটা ব্যক্তিগত ইভেন্ট। এই অসুবিধের জন্য ক্ষমাপ্রার্থী।”

 

জয় পেয়ে সৌরভের হুঙ্কার

দুবাইয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে ‘বেঙ্গল টাইগার্স’-এর হয়ে অংশ নিতে কিছু দিন আগেই টলি সেলেবরা উড়ে গিয়েছিলেন দুবাই। প্রথম ম্যাচেই কেরালা স্ট্রাইকার্সকে হারিয়ে জয় ছিনিয়ে নিতেই হুঙ্কার সৌরভ দাসের। বললেন, “প্রথম ম্যাচ জিতে গিয়েছি। যে বাঙালিরা প্রচণ্ড সাপোর্ট করেছ তাদের ধন্যবাদ। আর যে বাঙালি সাপোর্ট করেছে হবে না হবে না বলে, তাদেরও থ্যাঙ্ক ইউ। এটা তোমাদের জন্য।”

ছেলের ট্যালেন্ট সামনে

নুসরত জাহান ভাল ছবি আঁকেন। এ খবর হয়তো অনেকেই জানেন না। নুসরতের একরত্তি ঈশানও যে মায়ের এই গুণ পেয়েছে সে প্রমাণই মিলল এবার। ছেলের আঁকা ছবি শেয়ার করলেন তিনি। তবে কটাক্ষ পিছু ছাড়ল না সাংসদের। নেটিজেনদের একটা বড় অংশ তিরস্কার করে বললেন, “সন্দেশখালি জ্বলছে, আর আপনি এই সব করছেন?”

ঋতুকে রাজনীতিতে আসার ডাক 

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামি লিগে যোগ দিয়েছেন অভিনেতা ফিরদৌস। এবার তাঁর দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তকেও সক্রিয় রাজনীতিতে যোগদানের ডাক দিলেন তিনি। বললেন, “মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে। আমি চাইব তিনি যেন আমার দেখানো পথে হেঁটে রাজনীতিতে যোগ দেন।”

 

মা’কে নিয়ে ডেট শ্রীময়ীর

মিস্টার মল্লিক ভীষণ ব্যস্ত! তাই মা’কে নিয়েই ডেটে গেলেন শ্রীময়ী। শেয়ার করলেন একগুচ্ছ ছবি। সঙ্গে অভিনেত্রীর রসিকতা, “বরের সঙ্গে তো আর প্রেম করা হল না, তাই মায়ের সঙ্গেই ডেটে এসেছি।”

ওজন বেড়েই বাদ?

একসময় ‘তিতলি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করলেও আজ মধুপ্রিয়া চৌধুরী অভিনয় করছেন ‘তোমাদের রানি’ ধারাবাহিকের পার্শ্বচরিত্রে। ওজন বেড়ে গিয়েছে বলেই কি প্রধান চরিত্র থেকে বাদ? তাঁর কথায়, “গ্যাসট্রিক আলসারের সমস্যা রয়েছে। রয়েছে ইনসমনিয়াও। সে কারণেই বেড়েছে ওজন। শুধু বাংলায় নয়, গোটা বিশ্বেই অভিনেত্রী হতে গেলে আইক্যান্ডি হতে হয়। সকলে তো আর অপরাজিতা আঢ্য হতে পারেন না।”