৭২ ফুট ×৪৮ ফুট মঞ্চ, বাংলার ইতিহাসে বিজেপির সব থেকে বড় ব্রিগেড রবিবার

sreejayee das

|

Updated on: Mar 06, 2021 | 12:06 PM

কেমন হবে মোদীর(Narendra Modi) ব্রিগেড মঞ্চ?

গত দুটি লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে জনসভা করে গেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তাঁর তৃতীয় সভা। ভোট ঘোষণার পর প্রথমবার বাংলায় পা রাখছেন তিনি। বিজেপি নেতা-কর্মীদের মধ্যে উতসাহ তুঙ্গে। মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একুশের নির্বাচনের আগে কলকাতায় প্রথম বড় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন হবে ব্রিগেডে মোদীর মঞ্চ?