Dhupguri By Election News: ছাতা মাথায় চা বাগানে
আগামী ৫ ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপ - নির্বাচন। তাই সাত সকালে বৃষ্টি কে উপেক্ষা করে ছাতা মাথায় চা বাগানে শ্রমিকদের মাঝে বিজেপি প্রার্থী। চা - বাগানের হারিয়ে যাওয়া ভোট ফিরে পেতে মরিয়া বিজেপি।
আগামী ৫ ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপ – নির্বাচন। তাই সাত সকালে বৃষ্টি কে উপেক্ষা করে ছাতা মাথায় চা বাগানে শ্রমিকদের মাঝে বিজেপি প্রার্থী। চা – বাগানের হারিয়ে যাওয়া ভোট ফিরে পেতে মরিয়া বিজেপি। ধূপগুড়ি বিধানসভা উপ- নির্বাচনের ভোট প্রচারে সাত সকালে চা বাগানে বিজেপি প্রার্থী। সকালবেলায় বিজেপি নেতাকর্মীদের নিয়ে প্রথমে হাজির হন বানারহাট চা বাগানে। সেখানেই বৃষ্টি কে উপেক্ষা করে ছাতা মাথায় প্রথমে তিনি ভোট প্রচার সারেন। চা – শ্রমিকদের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৃষ্ণদেব রায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী রাধা রায় , এছাড়া সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেত্রী পুনিতা ওরাও, এছাড়াও বিজেপি নেতা কৌশিক নন্দী। সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে চা বাগানে ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছে বিজেপি। অধিকাংশ আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করলেও এবারের পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খায় বিজেপি । স্বাভাবিকভাবেই তাতেই দুশ্চিন্তা বেড়েছে বিজেপির। সেই কারণেই হারিয়ে যাওয়া ভোট ব্যাংক পুনরুদ্ধার করতেই সাত সকালে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় চা বাগানে হাজির বিজেপি প্রার্থী তাপসী রায়।