বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, ডেবরায় ভারতী ঘোষ
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (PM Modi) রবিবাসরীয় ব্রিগেড সভার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। আজকেই প্রথম দুই দফার ৫৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রবিবাসরীয় ব্রিগেড সভার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আজকেই প্রথম দুই দফার ৫৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ এই প্রার্থী তালিকা বিজেপি দিল্লির সদর দফতর থেকে প্রকাশ করা হয় তালিকা। প্রথম দুই দফার দ্বিতীয় দফায় নন্দীগ্রামেও ভোটগ্রহণ হবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী লড়াইয়ে নামছেন।
প্রথম দফায় পুরুলিয়ার ৯ টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, বাঁকুড়ার ৪ টি, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দ্বিতীয় দফায় বাঁকুড়ার ৬, পূর্ব মেদিনীপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোট হবে।
Latest Videos