Dhupguri By Election: স্বামীর সমাধিতে প্রার্থনার পর ভোট প্রচার

Dhupguri By Election: স্বামীর সমাধিতে প্রার্থনার পর ভোট প্রচার

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 18, 2023 | 9:05 PM

শহীদ সেনা জওয়ান জগন্নাথ রায়ের সমাধিতে প্রার্থনা করে শ্বাশুড়িকে সাথে নিয়েই ভোট প্রচার শুরু করলেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায়। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শুক্রবার সকালবেলা উঠেই তিনি চলে যান ধূপগুড়ি শহর থেকে জুড়াপানি এলাকায় আদিবাড়িতে

শহীদ সেনা জওয়ান জগন্নাথ রায়ের সমাধিতে প্রার্থনা করে শ্বাশুড়িকে সাথে নিয়েই ভোট প্রচার শুরু করলেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায়। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শুক্রবার সকালবেলা উঠেই তিনি চলে যান ধূপগুড়ি শহর থেকে জুড়াপানি এলাকায় আদিবাড়িতে। সেখানে শ্বাশুড়ির সাথে দেখা করে তাকে প্রণাম করার পর তাকে সাথে নিয়ে জগন্নাথ রায়ের সমাধি স্থানে গিয়ে প্রার্থনা করেন শ্বাশুড়ি বৌমা। এরপর গ্রামেরই একটি কালীমন্দিরেও তিনি পূজা দেন। সেই সাথে ঐ এলাকাতেই প্রাথমিক পর্যায়ের ভোট প্রচার শুরু করেন। সেখান থেকে তিনি সোজা চলে আসেন ধূপগুড়ি মায়ের থান মন্দিরে। মন্দিরে পূজা দেওয়ার পর ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার করেন। প্রচার করার পর ধূপগুড়ি থেকে সোজা চলে যান গাদং-১নং গ্রাম পঞ্চায়েতে। সেখানে তিনি বিজেপি নেতৃত্বের সাথে দেখা করেন এবং কথা বলেন তাদের সাথে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা আগুন রায়, ধূপগুড়ি পৌরসভা প্রাক্তন বিজেপি কাউন্সিলর কৃষ্ণদেব রায়, বিজেপির ধূপগুড়ির কনভেনার চন্দন দত্ত প্রমুখ। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে বিজেপি প্রার্থীর হয়ে ভোটপ্রচারে আসছেন কেন্দ্র এবং রাজ্যের তাবড়-তাবড় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এমনকি অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষরা। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন বারোটি গ্রাম পঞ্চায়েত এবং একটি পুরসভা নিয়ে হবে। একটি পুরসভা সহ বারোটি গ্রাম পঞ্চায়েতে ভোটপ্রচারে আসছেন বিজেপির চল্লিশজন নেতা মন্ত্রী যা নজিরবিহীন। বিজেপির পাশাপাশি তৃণমূলও প্রচারে কোন অংশ পিছিয়ে নেই, তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচার আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো ৩৫ জন তাবড়-তাবড় বিধায়ক, সাংসদ, অভিনেতা ও অভিনেত্রী। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করেই দেখছেন সমস্ত রাজনৈতিক দল এটা বলাই যায়। কারণ এই নির্বাচনে যে জিতবে ধূপগুড়ি পুরসভা সেই রাজনৈতিক দলের দখলে যাবেই বলে মনে করছেন রাজনৈতিক মহল। পালাচ্ছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। বছরের পর বছর ধরে গঙ্গা ভাঙন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ফের একবার ক্ষোভ প্রকাশ করেছেন আমজনতা। অবিলম্বে ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের দাবিতে সরব হয়েছেন সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।