BJP Nabanna Abhiyan 2022: পেট্রল ঢেলে পিসিআর ভ্যানে আগুন, বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা

Sep 13, 2022 | 6:06 PM

Nabanna Abhiyan: ট্রাম লাইনের উপর দাঁড়িয়ে থাকা WB 06 B4702 নম্বরের সাদা স্করপিওতে পেট্রল ঢেলে ঘটানো হল অগ্নিসংযোগ। তারপর, নিমেষেই দাউদাউ জ্বলে উঠল সেই পিসিআর ভ্যান।

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি মধ্য কলকাতার রবীন্দ্র সরণীতে। লালবাজারের কাছেই পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের পিসিআর ভ্যান। প্রথম ইট ছুড়ে ছুড়ে ভেঙে দেওয়া হল কাচ এবং হেড লাইট। পরে গাড়ির উপরে উঠে ভাঙা হল লালনীল রঙের হুটার। এখানেই শেষ নয়। ট্রাম লাইনের উপর দাঁড়িয়ে থাকা WB 06 B4702 নম্বরের সাদা স্করপিওতে পেট্রল ঢেলে ঘটানো হল অগ্নিসংযোগ। তারপর, নিমেষেই দাউদাউ জ্বলে উঠল সেই পিসিআর ভ্যান। যদিও বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতায় অল্পের জন্য বিরাট ক্ষতির মুখ থেকে রেহাই পেল লালবাজার চত্বরে ব্যবসায়ীর দোকানও।

সূত্রের খবর, পুলিশ এবং বিজেপি কর্মীদের ধুন্ধুমার পরিস্থিতির মাঝে পড়ে আহত হন অ্যাসিটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসার। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর চোখে আঘাত লেগেছে বলেও খবর লালবাজার সূত্রে।

এদিন নবান্ন অভিযানের একেবারে গোড়াতেই শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকে আটক করে কলকাতা পুলিশ। পরে তাঁদের সাবইকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসা হয় লালবাজারে। এই খবর দাবানালের মতো ছড়িয়ে পড়তেই উত্তাল হয় বিজেপির বিক্ষোভ। প্রথমে পুলিশের উপর ইটবৃষ্টি, তারপর হাতের কাছে পিসিআর ভ্যান পেয়ে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পেট্রল চালিত গাড়িতে অগ্নিসংযগের ঘটনায় তৈরি হয় বিস্ফোরণের আশঙ্কা। তবে দমকলের একটি ইঞ্চিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কেন নেতাদের গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের কাঁদানে গ্যাসের সেল ছাড়ার ঘটনা একেবারে বেআইনি, এই দাবি সামনে রেখেই পুলিশের উপর হামলা এবং ইটবৃষ্টি ও পুলিশের পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা স্বীকার করে নিয়েছে বিক্ষোভকারীরা।